বারাসতে উপাচার্য ঘেরাও

ছাত্র আন্দোলন নয়। মাইনে বাড়ানোর দাবিতে উপাচার্য, রেজিস্ট্রার-সহ কিছু আধিকারিককে সারা রাত ঘেরাও করে রাখলেন বারাসতের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীরা। সোমবার ছিল কর্মসমিতির বৈঠক চলাকালীনই বিক্ষোভ শুরু হয়।

Advertisement
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৬ ০৩:৫৩
Share:

ছাত্র আন্দোলন নয়। মাইনে বাড়ানোর দাবিতে উপাচার্য, রেজিস্ট্রার-সহ কিছু আধিকারিককে সারা রাত ঘেরাও করে রাখলেন বারাসতের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীরা। সোমবার ছিল কর্মসমিতির বৈঠক চলাকালীনই বিক্ষোভ শুরু হয়। কর্মীদের দাবি, মাইনে বৃদ্ধির আশ্বাস না-পেলে তাঁরা বিশ্ববিদ্যালয় ছেড়ে যাবেন না। উপাচার্য বাসব চৌধুরী জানান, তাঁদের কোনও স্থায়ী শিক্ষাকর্মী নেই। পুরো দায়িত্বই সামলান চুক্তিতে নিযুক্ত শিক্ষাকর্মীরা। তাঁদের সংখ্যা আপাতত ৬৩। ‘‘ওই কর্মীদের মাইনে বাড়ানোর ক্ষমতা নেই আমাদের। এটা ওঁদেরও (শিক্ষাকর্মীদেরও) বুঝতে হবে। আমরা বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানিয়েছি,’’ বলেন বাসববাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement