দাবি না মানলে স্বেচ্ছামৃত্যুর আর্জি

ধর্নার দ্বিতীয় দিনে এমন দাবিই জানানো হল ‘বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক ও কর্মচারীবৃন্দে’র তরফে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৩১
Share:

বৃত্তিমূলক শিক্ষক ও প্রশিক্ষকদের বক্তব্য, যে সামান্য ভাতায় তাঁদের পড়াতে হয়, তাতে কোনও ভাবেই সম্মানজনক জীবনযাপন সম্ভব নয়। প্রতীকী ছবি।

হয় তাঁদের দাবিদাওয়া সরকার মেনে নিক। নয়তো তাঁদের স্বেচ্ছামৃত্যুর অধিকার মঞ্জুর করা হোক। ধর্নার দ্বিতীয় দিনে এমন দাবিই জানানো হল ‘বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক ও কর্মচারীবৃন্দে’র তরফে।

Advertisement

বৃত্তিমূলক শিক্ষক ও প্রশিক্ষকদের বক্তব্য, যে সামান্য ভাতায় তাঁদের পড়াতে হয়, তাতে কোনও ভাবেই সম্মানজনক জীবনযাপন সম্ভব নয়।

বেতনবৃদ্ধি, স্থায়ীকরণ-সহ একগুচ্ছ দাবি নিয়ে সোমবার থেকে নিউটাউনে কারিগরি ভবনের সামনে ধর্না শুরু হয়েছে। উদ্যোক্তা সংগঠনের তরফে বৃত্তিমূলক শিক্ষকদের প্রতিনিধিরা মঙ্গলবার কারিগরি শিক্ষা দফতরের যুগ্ম সচিবের কাছে লিখিত ভাবে দাবিপত্র জমা দিয়ে বলেছেন, দাবি মেনে নেওয়া না হলে তাঁদের স্বেচ্ছামৃত্যুর অধিকার দেওয়া হোক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন