মানবাধিকার তরজায় মমতা-দিলীপ

বিশ্ব মানবিকতা দিবসে কাশ্মীর প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৯ ০২:০০
Share:

দিলীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

বিশ্ব মানবিকতা দিবসে কাশ্মীর প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জবাবে তাঁকে পশ্চিমবঙ্গের দিকে চোখ ফেরাতে বললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

Advertisement

মমতা সোমবার টুইট করেছেন, ‘‘আজ বিশ্ব মানবিকতা দিবস। কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরি ভাবে লঙ্ঘন করা হচ্ছে। আমরা সবাই কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য প্রার্থনা করি।’’ তাঁর সংযোজন, ‘‘মানবাধিকার রক্ষা আমার হৃদয়ের খুব কাছের বিষয়। ১৯৯৫ সালে মানবাধিকার লঙ্ঘন ও লক-আপে মৃত্যুর প্রতিবাদে আমি ২১ দিন রাস্তায় নেমে আন্দোলন করেছি।’’ মমতার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় দিলীপবাবু টুইট করেছেন, ‘‘যখন পশ্চিমবঙ্গে নিয়মিত নাগরিকদের হত্যা করা হচ্ছে এবং নাগরিক অধিকার বিপন্ন হয়ে পড়ছে, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কাশ্মীরের মানবাধিকার এবং শান্তি নিয়ে চিন্তিত! তিনি তো কোনও দিনও পশ্চিমবঙ্গের বিপন্ন মানবাধিকার নিয়ে দুঃখপ্রকাশ করেননি!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন