West Bengal News

আমি ক্যাপ্টেন হলে মুকুল হলেন ধোনি, আমি খিচুড়ি হলে মুকুল ঘি: দিলীপ

দিল্লিতে যোগদান, বাংলায় শ্রম দান। তৃণমূলত্যাগী মুকুল রায়ের জন্য এমনই ভূমিকা নির্দিষ্ট করে দিয়েছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৭ ২২:০২
Share:

সুখী সংসারের ছবি। এই ছবি বহাল রাখতে সচেষ্ট দিলীপ ঘোষ। ছবি: পিটিআই।

ফের মুকুল রায়ের প্রশংসায় পঞ্চমুখ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সোমবার মুকুল রায় বলেছিলেন, দিলীপ ঘোষ তাঁর ‘ক্যাপ্টেন’। মঙ্গলবার দিলীপের মন্তব্য— মুকুল রায় হলেন টিমের মহেন্দ্র সিংহ ধোনি।

Advertisement

দিল্লিতে যোগদান, বাংলায় শ্রম দান। তৃণমূলত্যাগী মুকুল রায়ের জন্য এমনই ভূমিকা নির্দিষ্ট করে দিয়েছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। যোগদান সেরে সোমবার কলকাতায় ফিরেওছেন মুকুল। বিমানবন্দর থেকে সোজা চলে গিয়েছেন বিজেপির রাজ্য দফতরে। অমিতের বেঁধে দেওয়া সুরেই দফতরে ঢুকে মুকুল সোমবার জানিয়ে দেন, ‘‘জাতীয় ক্ষেত্রে আমার ক্যাপ্টেন অমিত শাহ। আর বাংলায় আমার ক্যাপ্টেন দিলীপ ঘোষ। তাঁর নেতৃত্বেই আমি বাংলায় কাজ করব।’’

সৌজন্য দেখান বিজেপি সভাপতি দিলীপ ঘোষও। দলীয় দফতরে মুকুলবাবুকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘‘বাংলার রাজনীতিতে একটা ভূমিকম্প হয়েছে, তার হালকা কম্পন টের পাওয়া যাচ্ছিল। আজ বড় কম্পন টের পাওয়া যাচ্ছে। ওঁর রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে সন্দেহ নেই। এঁদো পুকুর ছেড়ে সমুদ্রে আসার জন্য ওঁকে অভিনন্দন।’’

Advertisement

আরও পড়ুন: ভিড়ের বৃত্তে মুকুল, বাবাকে ‘চ্যালেঞ্জ’ শুভ্রাংশুর

আরও পড়ুন: ফোনে আড়ি পাতা! মামলার পথে মুকুল

কিন্তু এই অভিনন্দনের ফাঁকে কিঞ্চিত কম্পন কিন্তু সোমবার অনুভূত হয়েছে বিজেপির অন্দরেও। এ দিন যে ভাবে লোকজন নিয়ে মুকুল সদরে প্রবেশ করেছেন তাতে এর শেষ কোথায় ভেবে অনেকেই শঙ্কিত। অচিরেই মুকুল রায়ের হাতে যে দলের নিয়ন্ত্রণ চলে যাবে তা আগাম আশঙ্কা করেই দিলীপবাবু বলে রেখেছেন, মুকুলবাবু আসলে পঞ্চায়েত ভোটের খিচুড়িতে ঘি। ভাত,ডাল, তরকারি আগেই ছিল পাতে, এ বার এল চাটনি-পায়েস— এমন মন্তব্যও করেছেন দিলীপ। অনেকের ব্যাখ্যা, দিলীপের ওই মন্তব্য আসলে মুকুলের প্রতি কটাক্ষ। কিন্তু মঙ্গলবার ফের দিলীপ ঘোষ বোঝানোর চেষ্টা করলেন, মুকুল রায়কে নিয়ে কোনও সমস্যা নেই দলে। দিলীপের মন্তব্য, ‘‘আমি যদি বিজেপির ক্যাপ্টেন হই, তা হলে মুকুলবাবু হলেন ইন্ডিয়া টিমের মহেন্দ্র সিংহ ধোনি।’’ খিচুড়ির উপমা টেনে দিলীপ ফের বললেন, ‘‘খিচুড়ি আর ঘি এখন এক হয়ে গিয়েছে। তার স্বাদটা ক’দিন পরেই রাজ্যের মানুষ বুঝতে পারবেন।’’

সোমবার সাংবাদিক সম্মেলনে একগুচ্ছ কাগজ দেখিয়ে মুকুল বলেছিলেন, ‘‘আমি কী বলি, তা জানার জন্য বহু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ দিনই সব বলে দিলে তাঁরা আগামী শুক্রবার, ১০ নভেম্বর সভায় গিয়ে নিরাশ হবেন। হাতে কাগজ আছে, সব বলব ধীরে ধীরে।’’

একদা দলের দু’নম্বরের হাতে কাগজের গোছা দেখে তৃণমূলের অন্দরেও নানা গুঞ্জন শোনা যাচ্ছে। অপেক্ষা কি নতুন কিছু ফাঁস হওয়ার? প্রশ্ন উঠছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন