ইভিএমের সুরক্ষা খতিয়ে দেখতে আর্জি অমিতের

এ দিন ইনফোকমের সমাপ্তি অনুষ্ঠানে অমিতবাবুর দাবি, তথ্যপ্রযুক্তি শিল্পের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বৈদ্যুতিন ভোট প্রক্রিয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ ০৪:৩০
Share:

অমিত মিত্র।

ইভিএমের মাধ্যমে ভোট প্রক্রিয়ায় কারচুপির সম্ভাবনা নিয়ে অভিযোগ করে পুরানো ব্যালট প্রথাতেই ফিরে যাওয়ার দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ইনফোকমের মঞ্চে পরিসংখ্যান দিয়ে তাঁর মন্ত্রিসভার অন্যতম সদস্য রাজ্যের অর্থ তথা তথ্যপ্রযুক্তিমন্ত্রী অমিত মিত্রেরও দাবি, ইভিএম পদ্ধতির ফাঁকফোকর দেখে বহু উন্নত দেশই তা রদ করেছে। এ দেশেও ইভিএমের ব্যবহার নিরাপদ কি না, তা খতিয়ে দেখতে তথ্যপ্রযুক্তি শিল্পের কাছে আর্জি জানালেন তিনি।

Advertisement

এ দিন ইনফোকমের সমাপ্তি অনুষ্ঠানে অমিতবাবুর দাবি, তথ্যপ্রযুক্তি শিল্পের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বৈদ্যুতিন ভোট প্রক্রিয়া। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীও এ নিয়ে প্রশ্ন তুলেছেন। তথ্যপ্রযুক্তি শিল্পের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক বিষয়টিকে ভাবে দেখবেন না। নিরপেক্ষ ভাবে ভাবুন, আদৌ এই ব্যবস্থা নিরাপদ কি না? তা ঠিক মতো ফল দিচ্ছে কি না?’’

পরিসংখ্যান দিয়ে মন্ত্রীর দাবি, ২০০৭ সালে বিশেষেজ্ঞদের দিয়ে করানো গবেষণায় ক্যালিফর্নিয়া দেখিয়েছে যে, যে কেউই বৈদ্যুতিন ভোট দান ব্যবস্থায় কারচুপি করতে পারে। একই ভাবে ব্রিটেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানির মতো উন্নত দুনিয়ার দেশও ওই ব্যবস্থাকে বিদায় জানিয়ে ব্যালট প্রথায় ফিরে গিয়েছে। শুধুমাত্র ভারত ও ব্রাজিলেই এখনও এই ব্যবস্থা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement