Bangla Awas Yojana

দ্বিতীয় দফায় বাড়ির টাকা

গত ডিসেম্বরে প্রথম দফায় ১২ লক্ষ উপভোক্তাকে মাথাপিছু ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। মঙ্গলবার থেকে দ্বিতীয় কিস্তির আরও ৬০ হাজার করে টাকা শুরু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ০৭:২০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করল রাজ্য সরকার। গত ডিসেম্বরে প্রথম দফায় ১২ লক্ষ উপভোক্তাকে মাথাপিছু ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। মঙ্গলবার থেকে দ্বিতীয় কিস্তির আরও ৬০ হাজার করে টাকা শুরু হয়েছে। এ দিনই নিজের এক্স হ‍্যান্ডলে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দুই কিস্তি মিলিয়ে মোট ১৪ হাজার ৪০০ কোটি টাকা নিজেদের তহবিল থেকে খরচ করা হচ্ছে। আরও ১৬ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির বরাদ্দ আগামী ডিসেম্বরে এবং দ্বিতীয় কিস্তির টাকা আগামী বছর মে মাসে দেওয়া হবে। ঘটনাচক্রে, ওই সময়েই রাজ্য বিধানসভা ভোট প্রক্রিয়া শেষের পথে থাকার কথা। মমতা এ দিন আরও জানান, ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পের আওতায় ১ লক্ষের বেশি আলুচাষিকে ১৫৮ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হয়েছে। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত এই খাতে প্রায় ৩,৭২০ কোটি টাকা খরচ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন