Weather

ষষ্ঠীর বোধনেই নীল আকাশ, শারদোৎসবে আনন্দময় বাঙালি বিশ্ব

কালো মেঘের চাদর সরিয়ে নীল আকাশ মহাষষ্ঠীতে। সকাল থেকেই রোদ উঠেছে। ভ্যাপসা গরম নেই। মনোরম আবহাওয়ায় ঢাকের তালে উৎসবের আনন্দ যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ১১:০৫
Share:

অলঙ্করণ: তিয়াসা দাস।

কালো মেঘের চাদর সরিয়ে নীল আকাশ মহাষষ্ঠীতে। সকাল থেকেই রোদ উঠেছে। ভ্যাপসা গরম নেই। মনোরম আবহাওয়ায় ঢাকের তালে উৎসবের আনন্দ যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়েই শুরু হয়ে গেল দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

Advertisement

পঞ্চমীর রাতে মহানগর জনস্রোতে ভেসেছে। সকাল থেকেই মানুষের ঢল মণ্ডপে মণ্ডপে। থিমের পুজো থেকে সাবেকিয়ানার মিশেলে উৎসব মুখর বাংলায় খুশির আমেজ।

আজ সারা দিনই আবহাওয়া ভাল থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। নিশ্চিন্তে বেরিয়ে পড়তে পারেন পুজো হপিংয়ে। দক্ষিণ না উত্তর, নাকি সল্টলেক, না পাটুলি, গড়িয়া কোনও দিকে আগে যাবেন, তা ঠিক করে ফেলুন সকালেই। যেহেতু মাথার উপরে কালো মেঘের চোখরাঙানি নেই, তাই চেটেপুটে উপভোগ করুন উৎসবের প্রতিটি মুহূর্ত।

Advertisement

আরও পড়ুন: চুরিতে বাধা, ষষ্ঠীর ভোরে কলকাতায় খুন প্রৌঢ়া

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশপ্রসাদ দাস জানিয়েছেন, “চিন্তার কোনও কারণ নেই। পুজোর ক’দিন বৃষ্টি নেই।” আবহাওয়া নিয়ে যেমন চিন্তা করার কিছু নেই, তেমনই বাড়ি ফেরা নিয়েও ভাবনার কিছু নেই। সারা রাতই বাস চলবে। নাইট সার্ভিসে সরকারি বাস রয়েছে। এ ছাড়া রয়েছে অ্যাপ ক্যাব, ট্যাক্সি। মেট্রো চলবে রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত। এ ছাড়া কোনও সমস্যা হলে পুলিশ তো রয়েইছে। পঞ্চমীর দিন থেকেই শুধু মাত্র শহরে অতিরিক্ত ৮ হাজার পুলিশ নজরদারি চালাচ্ছে। তা হলে বাড়িতে বসে সময় নষ্ট কেন? পরিবার, বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ুন এখনই!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement