Weather Forecast

Kolkata Weather: কলকাতার তাপমাত্রা আরও কমে ১৩.৫ ডিগ্রি, সান্দাকফুতে তুষারপাতের পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার কলকাতা-সহ জেলাগুলিতে আকাশ থাকবে পরিষ্কার। উঠবে রোদ। বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ০৭:৪৫
Share:

ফাইল ছবি।

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পারদপতন অব্যাহত। এ সপ্তাহের শুরু থেকেই আকাশ থাকছে পরিষ্কার, বাধাহীনভাবে বইছে উত্তুরে হাওয়া। এর প্রভাবে লম্বা ইনিংসের প্রস্তুতি নিচ্ছে শীত। শুক্রবারের তুলনায় মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা শনিবার আর একটু কমেছে। শুক্রবারই ছিল এ মরসুমের শীতলতম দিন। কিন্তু শনিবার তাপমাত্রা আরও কমায়, তা হল এ মরসুমের এখনও পর্যন্ত শীতলতম।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার কলকাতা-সহ জেলাগুলিতে আকাশ থাকবে পরিষ্কার। উঠবে রোদ। বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। তবে সর্বনিম্ন তাপমাত্রা কমলেও সর্বোচ্চ তাপমাত্রা শুক্রের তুলনায় বেশিই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও পাল্লা দিয়ে নামছে পারদ। শুক্র এবং শনিবার সান্দাকফুতে তুষারপাতের পূর্বাভাস মিলেছে।

Advertisement

এ বছরে সময়মতো শীতের ইনিংস শুরু হলেও বঙ্গোপসাগের ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেড়েছিল জলীয় বাষ্পের উপস্থিতি। যার জেরে ধাক্কা খেয়েছিল শীতের ‘ব্যাটিং’। এ সপ্তাহের শুরু থেকে জমিয়ে ‘ব্যাটিং’ করছে শীত। সেই শীতের আমেজ গায়ে মেখেই কলকাতাবাসী ভিড় জমাতে পারেন ভোট দিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন