Shantipur

বৃহস্পতিবার থেকে খুলছে শান্তিপুরে তাঁত কাপড়ের হাট

শান্তিপুরের প্রায় ৬০ শতাংশ মানুষ তন্তুজীবী এবং আরও ২০ শতাংশ তাঁত কাপড়ের পেশার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিপুর শেষ আপডেট: ০৮ জুন ২০২১ ০০:৫২
Share:

নিজস্ব চিত্র।

আগামী বৃহস্পতিবার থেকে তাঁত কাপড়ের হাট খুলছে শান্তিপুরে। হাট খোলার ব্যাপারে জেলা প্রশাসনের কাছে আবেদন করেছিল ব্যবসায়ী সমিতি। তার পরই বঙ্গ, ঘোষ এবং জগদ্ধাত্রী- শান্তিপুরের তিনটি মূল হাট খোলার ছাড়পত্র দিয়েছে জেলাপ্রশাসন। সোমবার ওই তিনটি হাট বাজারকে স্যানিটাইজ করে দমকল বিভাগ। সূত্রের খবর, শান্তিপুর স্টেশন সংলগ্ন রেডিমেড হাট এবং শান্তিপুর থানার মোড়ের হাটও নির্দিষ্ট দিনে খোলা হবে।

Advertisement

শান্তিপুরের প্রায় ৬০ শতাংশ মানুষ তন্তুজীবী এবং আরও ২০ শতাংশ তাঁত কাপড়ের পেশার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িয়ে। আধুনিক যন্ত্র চালিত পাওয়ার লুম বাজারে আসার পর থেকেই শান্তিপুরে তাঁত কাপড়ের ব্যবসা ক্রমশ সঙ্কুচিত হয়ে আসছে। বহু মানুষই এই পেশা ছেড়ে অর্থ উপার্জনের অন্য পথ বেছে নিয়েছেন। অতিমারি পরিস্থিতিতে গত বছর লকডাউনের জেরে বেশ কয়েক মাস বন্ধ ছিল এই ব্যবসা। তার পর খুলতে না খুলতেই আছড়ে পড়ল কোভিডের দ্বিতীয় ঢেউ। ফের কার্যত লকডাউনের জন্য বন্ধ হয়ে গিয়েছে তাঁত কাপড়ের হাট।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মাস্ক পরা, শারীরিক দূরত্ব বিধি মেনেই হাট খুলতে হবে। ছাড়পত্র পেলেও স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন না অনেক ব্যবসায়ী, কারণ গণপরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় বহু ক্রেতাই হাটে এসে উঠতে পারবেন না বলে মনে করছেন তাঁরা।

Advertisement

শুভঙ্কর ভৌমিক নামে এক শাড়ি বিক্রেতা জানান, ‘‘কোভিড দ্বিতীয় ঢেউয়ের জেরে লকডাউন চলছে, ফলে ব্যবসা আর্থিক মন্দা দেখা দিয়েছে। অন্য দিকে, দূর-দূরান্তের ক্রেতারা পৌঁছতে পারবেন না, তাই ভিড় হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন