CampusToCareer

ফিন্যান্সের ভবিষ্যৎ

ফিনটেকে কেরিয়ারের হদিস দিতে ওয়েবিনার

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২০ ১১:০১
Share:

জেনে নাও ফিনটেক, ক্রিপ্টোকারেন্সি, এবং এই সংক্রান্ত বিভিন্ন কেরিয়ারের হালহদিস। ক্যাম্পাসটুকেরিয়ারের আলোচনাচক্রে। আগামী ২৫ অগস্ট। ছবি- আরিফ হোসেন।

বন্ধুর সঙ্গে কফির খরচ গুগল পে-তে ভাগাভাগি কিংবা ওষুধ থেকে নিত্যপ্রয়োজনীয় সব কিছুরই কেনাকাটা নগদ টাকা ছাড়াই- এমন সব কিছুই এখন সম্ভব করে তুলছে ব্যাঙ্ক বা অর্থকরী ক্ষেত্রে যথাযথ প্রযুক্তির ব্যবহার। ফিন্যান্স নিয়ে কেরিয়ার গড়ার সুযোগ সম্পর্কে জানতে হলে সাইন আপ করো হাউ টেকনোলজি ইজ চেঞ্জিং কেরিয়ার্স ইন ফিন্যান্সঃ ফিনটেক, ব্লকচেন অ্যান্ড মোর ওয়েবিনারে। এবিপি এডুকেশন আয়োজিত নিখরচার ওয়েবিনার সিরিজ ক্যাম্পাসটুকেরিয়ার ২০২০-তে থাকছে এই আলোচনা।

Advertisement

কখনঃ ২৫ অগস্ট, বিকেল ৩টে।

কী নিয়েঃ প্রযুক্তি কী ভাবে আমূল বদল আনছে ফিন্যান্স সংক্রান্ত কেরিয়ারে

Advertisement

যা থাকছেঃ জেনে নাও প্রযুক্তির হাত ধরে কী ভাবে পাল্টে যাচ্ছে ফিন্যান্সের জগৎ। গড়ে নাও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ধারণা। ব্লকচেনের ব্যবহার বৃদ্ধি নিয়ে সবিস্তার আলোচনায়। থাকছে ই-ওয়ালেট এবং নেট ব্যাঙ্কিং পরিকাঠামো নিয়ে জানার সুযোগও।

বক্তা যাঁরাঃ

জে এ চৌধুরী- কেন্দ্রীয় সরকারের ব্যুরো অফ ইন্দিয়ান স্ট্যান্ডার্ডস-এ ব্লকচেন কমিটির চেয়ারম্যান; সহ-প্রতিষ্ঠাতা, ফিনটেক ফোরামস; অমর রাজা ইলেক্ট্রনিক্স-এ বোর্ড অফ ডিরেক্টর্সের সদস্য। উদ্যোগপতি, সরকারি ও বেসরকারি ক্ষেত্রে প্রযুক্তি ও উদ্ভাবনে অগ্রগণ্য জে এ চৌধুরী প্রযুক্তিশিক্ষা এবং কর্মসংস্থানের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মের জীবনধারার উন্নতি ঘটাতে চান। আইআইটি মাদ্রাজ-এর এম টেক এবং শ্রী বেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি-র কেরিয়ারের পরে বিভিন্ন রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি ও প্রকল্প পরামর্শদাতা, ভারতীয় এবং আন্তর্জাতিক সংগঠনগুলির প্রধান, আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার প্রতিষ্ঠাতা এবং ভারতীয় এমডি, বিশ্ববিদ্যালয়গুলির পরামর্শদাতা এবং পড়ুয়া ও শিল্পোদ্যোগীদের গুরু হিসেবে পাল্টে দিয়েছেন গোটা দেশের তথ্যপ্রযুক্তি পরিকাঠামোর ছবিটাই।

রাজেশ ধুড্ডু- ভিপি অ্যান্ড প্র্যাক্টিস লিডার, ব্লকচেন অ্যান্ড সাইবার সিকিউরিটি, টেক মাহিন্দ্রা; কলম্বিয়া বিজনেস স্কুল এবং শ্রী সত্য সাই ইনস্টিটিউট অফ হায়ার লার্নিংএর প্রাক্তনী রাজেশ স্প্যাম কল এবং মেসেজ আটকানোর মুশকিল আসানে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে দেশের সাধারণ জনজীবনে ব্লকচেন প্রযুক্তির ব্যবহার প্রচলিত করেছেন। তিনি একাধারে আইআইএম আহমেদাবাদের ব্লকচেন স্টিয়ারিং কমিটির সদস্য, বিশ্ব অর্থনৈতিক সংগঠনের বিশেষজ্ঞদের এক জন, ন্যাসকমে ব্লকচেন স্পেশাল ইন্টেরেস্ট গ্রুপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ব্লকচেন প্রযুক্তি সংস্থা হিসেবে চিহ্নিত টেক মাহিন্দ্রায় ব্লকচেন কার্যকরী করার ক্ষেত্রে তাঁর অবদান অনেকখানি।

রাঙ্গীন লাহিড়ী- ইয়োরভিসি-র প্রতিষ্ঠাতা, স্টার্টআপ এনাব্লার এবং ব্লকচেন ইভাঞ্জেলিস্ট; ব্লকচেন প্রযুক্তি-নির্ভর প্রথম ডিসেন্ট্রালাইজড ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক তৈরির লক্ষ্যে একটি সোশ্যাল ফিনটেক অ্যান্ড ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম তৈরি করেছেন তিনি। এ কাজে প্রথম পদক্ষেপটি ছিল ইন্টিগ্রেটেদ টোকেনাইজেশন ইঞ্জিন-সমৃদ্ধ www.YourVC.Club গড়ে তোলা। এটি স্বল্প পুঁজির শিল্পোদ্যোগীদের জন্য তৈরি একটি রেগুলেটেড সিকিউরিটি টোকেন-বেসড ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম যা ভেঞ্চার ক্যাপিটাল এবং এঞ্জেল ফিন্যান্সিং মধ্যেকার ফাঁকটুকু পূরণে সহায়তা দেয়।

শ্রীকান্ত তাল্লুরি- প্রতিষ্ঠাতা, ইন কিউব। কর্পোরেট দুনিয়া ১৫ বছরের অভিজ্ঞতায় বিভিন্ন নামী আন্তর্জাতিক সংস্থার জন্য বৃহত্তর ডিজিটাল পরিকাঠামোর ডিজাইন, প্রোটোটাইপ, কার্যকরী করা, মাইগ্রেশন, যথাযথ উন্নতি, প্রয়োজনীয় রিহ্যাবিলিটেশন প্রক্রিয়ার যাবতীয় কাজ এসওপি সেটআপে করেছেন তিনি। উদ্ভাবনী শক্তি ও শিল্পোদ্যোগের মানসিকতা গড়ে তোলা তাঁর সর্বক্ষণের লক্ষ্য।

বিশাল কান্বতী- এনসিপিআই-এর মার্কেট ইনোভেশনের প্রধান।

অধ্যাপক ডঃ সৈকত চট্টোপাধ্যায়- অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রধান থাকছেন সঞ্চালকের ভূমিকায়।

উপস্থিতির শংসাপত্রঃ সম্পূর্ণ ওয়েবিনারটিতে উপস্থিতির ভিত্তিতে মিলবে এবিপি এডুকেশনের শংসাপত্র। হাউ টেকনোলজি ইজ চেঞ্জিং কেরিয়ার্স ইন ফিন্যান্সঃ ফিনটেক, ব্লকচেন অ্যান্ড মোর ওয়েবিনারে রেজিস্টার করো এখানে

সিরিজের অন্য ওয়েবিনারগুলিতে নিখরচায় রেজিস্টার করা যাবে এখানে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন