Meeting with Govind Mohan

সীমান্ত নিয়ে চিন্তা, মোহনের সঙ্গে বৈঠক

জট কাটিয়ে সেই কাজে জমি দেওয়ায় তৎপর হওয়ার বার্তা রাজ্যকে দেওয়া হয়েছে বলে খবর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ০৯:৪৪
Share:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। —ছবি : সংগৃহীত

ভারতীয় ন‍্যায় সংহিতার আওতায় থাকা আইনি বিধি যথাযথ ভাবে কার্যকর করা থেকে সীমান্ত-সুরক্ষা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের সঙ্গে রাজ্য প্রশাসনের বৈঠক হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। বাংলাদেশ পরিস্থিতি এবং ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী অবস্থায় এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক পর্যবেক্ষকেরা।

সরকারি ভাবে প্রশাসনের শীর্ষমহল এ নিয়ে মুখ খুলতে না চাইলেও, একটি সূত্র দাবি করেছে, বাংলাদেশের সঙ্গে ভারত তথা পশ্চিমবঙ্গের দীর্ঘ সীমান্তের অনেকটা অংশ এখনও অরক্ষিত। স্থায়ী ভাবে সীমান্ত সুরক্ষিত করতে প্রয়োজন কাঁটাতারের বেড়া দেওয়া। আর তার জন্য দরকার জমি। যা নিয়ে বিগত অনেক বছর ধরে কেন্দ্র রাজ্যের উপর চাপ দিচ্ছে। জট কাটিয়ে সেই কাজে জমি দেওয়ায় তৎপর হওয়ার বার্তা রাজ্যকে দেওয়া হয়েছে বলে খবর।

সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, বাংলাদেশের সঙ্গে দীর্ঘ জল সীমান্ত নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনায় জল-সীমানার নজরদারিতে ফাঁড়ি তৈরি করা জরুরি। সেই কাজে কেন্দ্র সুনির্দিষ্ট একটি রূপরেখা তৈরি করে জানাবে রাজ‍্যকে। তা কার্যকর করতে হবে। গোয়েন্দাদের সন্দেহ, অরক্ষিত জল-সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হওয়া তুলনায় সহজ। রাজ্য পুলিশও এ ব্যাপারে কিছু পরিকল্পনা তৈরি করছে বলে খবর।

ইতিমধ্যেই কার্যকর হয়েছে ভারতীয় ন‍্যায় সংহিতা। কোনও অপরাধের মামলায় এখন নতুন আইনের ধারা দেওয়া হচ্ছে। কেন্দ্র মনে করছে, অপরাধীর সাজা নিশ্চিত করতে এই আইনের প্রয়োগ আরও যথাযথ ভাবে হওয়া প্রয়োজন। তাই সর্ব স্তরের আধিকারিকদের এই আইন সম্পর্কে আরও প্রশিক্ষণের বার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে, পুলিশের নিচুতলার কর্মী, আধিকারিকদের যুক্ত করতে বলা হয়েছে বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন