ব্রিগেডে মোদীকে আনতে সেনাকে চিঠি

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার জানান, আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী এ রাজ্যে সময় দিতে পারবেন বলে তাঁর দফতর জানিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ০০:৪০
Share:

—ফাইল চিত্র।

প্রধানমন্ত্রীর ব্রিগেড সভার জন্য আগামী ২৯ জানুয়ারি এবং ৭ ফেব্রুয়ারি দু’টি সম্ভাব্য দিন ধরে নিয়ে সেনা কর্তৃপক্ষকে চিঠি দিল রাজ্য বিজেপি। তারা আগেই জানিয়েছিল, তাদের প্রস্তাবিত রথযাত্রা কর্মসূচির সমাপ্তিতে জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির গোড়ায় ব্রিগেডে সভা করবেন মোদী। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার জানান, আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী এ রাজ্যে সময় দিতে পারবেন বলে তাঁর দফতর জানিয়েছে। কিন্তু রথযাত্রা এখনও আইনি জটে আটকে থাকায় ওই দিন মোদীর ব্রিগেড সমাবেশের কর্মসূচি নিশ্চিত করা যাচ্ছে না। বুধবার অবশ্য বিজেপি সেনা কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ২৯ জানুয়ারি এবং ৭ ফেব্রুয়ারি ব্রিগেডে প্রধানমন্ত্রীর সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সভার জন্য ওই দু’টি দিন সম্ভাব্য ধরে ব্রিগেড ময়দান ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সভা হবে ওই দু’দিনের যে কোনও এক দিন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন