স্কুলে স্কুলে সুরক্ষার ফরমান পর্ষদের

কলকাতায় অনেকটা ইতিবাচক প্রভাব পড়লেও জেলায় সেই চিত্র আশানুরূপ নয় বলেই জানাচ্ছেন কর্তারা। জেলা স্কুল পরিদর্শকদের বক্তব্য, কোথাও আর্থিক সমস্যা, কোথাও সদিচ্ছার অভাবে নিরাপত্তার উদ্যোগ পিছিয়ে পড়ছিল। তাই ফের এই বিষয়ে সচেতন করতে উদ্যোগী হল পর্ষদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৮ ০৪:৪০
Share:

দিল্লির পরে খাস কলকাতাতেও স্কুলে খুদে পড়ুয়াদের উপরে নিগ্রহের অভিযোগ উঠতে থাকায় তাদের সুরক্ষা নিয়ে তৎপরতা শুরু হয়েছিল। কিন্তু কয়েক মাসে দেখা গেল, হাঁকডাক যতটা, কার্যক্ষেত্রে তার প্রতিফলন ঘটছে সামান্যই। তাই এ বার ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে স্কুলগুলিকে নির্দেশ দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

Advertisement

পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য স্কুলশিক্ষা দফতরের সচিব গত অক্টোবরে জেলা স্কুল পরিদর্শকদের ১৮ দফা নির্দেশ দেন। সিসি ক্যামেরা বসানো থেকে শুরু করে বিশেষ কমিটি গঠনের কথা ছিল সেই নির্দেশে। কমিটিতে পুলিশ, দমকল দফতরের কর্মীদেরও সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক মাসেও যে সেই নির্দেশ যথাযথ ভাবে মানা হয়নি, জেলা স্কুল পরিদর্শকদের মাধ্যমে দফতরে সেই খবর পৌঁছে যায়। কলকাতায় অনেকটা ইতিবাচক প্রভাব পড়লেও জেলায় সেই চিত্র আশানুরূপ নয় বলেই জানাচ্ছেন কর্তারা। জেলা স্কুল পরিদর্শকদের বক্তব্য, কোথাও আর্থিক সমস্যা, কোথাও সদিচ্ছার অভাবে নিরাপত্তার উদ্যোগ পিছিয়ে পড়ছিল। তাই ফের এই বিষয়ে সচেতন করতে উদ্যোগী হল পর্ষদ।

ওয়েবসাইটে সচিবের পাঠানো সেই নির্দেশের মেমো নম্বর উল্লেখ করে স্কুলের প্রধানদের নিরাপত্তা বৃদ্ধিকে গুরুত্ব দিতে বলেছে পর্ষদ। এক জেলা স্কুল পরিদর্শক জানান, সাম্প্রতিক কালে বিভিন্ন স্কুলে নানা ধরনের বিতর্কিত ঘটনা ঘটছে। সব ক্ষেত্রেই সিসি ক্যামেরা বসানোর দাবি উঠেছে। স্কুলশিক্ষা দফতর অনেক আগেই ছাত্রছাত্রীদের সুরক্ষার ব্যবস্থা করার বিষয়ে উদ্যোগী হয়েছিল। কিন্তু স্কুলগুলির গাফিলতির জন্য সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছয়নি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন