চিঠি দিল কমিশন, পুরভোট কি এপ্রিলে?

পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষের আগে রাজ্য সরকারের সঙ্গে চিঠিতে যোগাযোগ করে কমিশন।

Advertisement

প্রদীপ্তকান্তি ঘোষ

কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ ০৩:৩৫
Share:

ছবি: সংগৃহীত।

আগামী বছরের মে-জুন মাসে কলকাতা-সহ রাজ্যের ৯১টি পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ ফুরোচ্ছে। ওই সব পুরসভায় কবে ভোট হবে, সেই বিষয়ে নানা জল্পনা চললেও আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি। এই পরিস্থিতিতে ওই পুরসভাগুলির ভোটের ব্যাপারে রাজ্য সরকারের মতামত জানতে চেয়ে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। কয়েক দিন আগেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি দিয়েছে তারা। সংশ্লিষ্ট সূত্রের খবর, এপ্রিলে ওই সব পুরসভায় ভোট হতে পারে।

Advertisement

পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষের আগে রাজ্য সরকারের সঙ্গে চিঠিতে যোগাযোগ করে কমিশন। ওয়ার্ড পুনর্বিন্যাস, ওয়ার্ডের নম্বর বদল, ওয়ার্ড সংরক্ষণ-সহ বিভিন্ন বিষয়ে সরকার কী করতে চায়, কমিশনের চিঠিতে তা জানতে চাওয়া হয়। প্রশাসনিক কর্তাদের মতে, এ বারেও সেই ধরনের চিঠিই পৌঁছেছে রাজ্য সরকারের কাছে।

আগামী বছরের মে-জুনে কলকাতা ছাড়াও শিলিগুড়ি, চন্দননগরের মতো পুরসভায় বোর্ডের মেয়াদ শেষ হবে। অক্টোবরে মেয়াদ ফুরোবে বিধাননগর এবং আসানসোল পুরসভারও। তার মধ্যে উত্তর ২৪ পরগনার ২২টি, হুগলির ১৩টি, নদিয়ার আটটি এবং মুর্শিদাবাদের ছ’টি পুরসভাও রয়েছে।

Advertisement

আরও পড়ুন: ‘তা হলে দেশে থাকব কী করে’

২০১৮ সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গিয়েছে হাওড়া-সহ ১৭টি পুরসভার। সেখানে প্রশাসকেরা পুরসভার দৈনন্দিন কাজ পরিচালনা করছেন। ১৬টি পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাস, ওয়ার্ড সংরক্ষণের কাজ শেষ হয়েছে। হাওড়ায় ওয়ার্ড নম্বর বদল নিয়ে সরকারের সঙ্গে আগেই যোগাযোগ করেছিল কমিশন। কিন্তু সেই বিষয়ে আনুষ্ঠানিক অগ্রগতির কোনও খবর নেই। ২০১৮ সালের পর থেকে প্রশাসকের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন পুরসভায় ভোটের দিনক্ষণ জানতে চেয়ে একাধিক বার সরকারকে চিঠি দিয়েছে কমিশন।

২০১৮ এবং ২০২০ সাল মিলিয়ে ১১০টি পুরসভায় নির্বাচিত বোর্ডের মেয়াদ ফুরোবে। সেই পরিস্থিতিতে একই সঙ্গে ওই সব পুরসভায় ভোট হবে, নাকি পৃথক পৃথক ভাবে হবে, তা নিয়ে নানাবিধ জল্পনা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন