এইমসের জমি বিনামূল্যেই

কল্যাণীতে এইমস হাসপাতাল গড়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে ১৮০ একর জমি দিচ্ছে রাজ্য সরকার। ওই জমির বাজারদর প্রায় ৫৭ কোটি টাকা। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। বৈঠক শেষে রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্র জানান, বিনামূল্যে স্বাস্থ্য মন্ত্রককে ওই জমি দেওয়া হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০১৫ ০৩:১৩
Share:

কল্যাণীতে এইমস হাসপাতাল গড়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে ১৮০ একর জমি দিচ্ছে রাজ্য সরকার। ওই জমির বাজারদর প্রায় ৫৭ কোটি টাকা। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। বৈঠক শেষে রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্র জানান, বিনামূল্যে স্বাস্থ্য মন্ত্রককে ওই জমি দেওয়া হচ্ছে। প্রকল্পের জন্য কোনও জমি অধিগ্রহণ করা হয়নি। তিনি বলেন, ‘‘প্রাণিসম্পদ বিকাশ দফতরের হাতে জমিটি ছিল। তা হস্তান্তরিত হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement