বিদ্যুৎকর্মী বদলির নীতি বাঁধছে রাজ্য

সরকারি বিদ্যুৎকর্মীদের বদলিতে বৈষম্যের অভিযোগ দীর্ঘদিনের। সুষ্ঠু বদলি-নীতি তৈরির জন্য এত দিনে একটি কমিটি গঠন করল রাজ্য সরকার। সাত সদস্যের সেই কমিটির চেয়ারম্যান হয়েছেন রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্তা সুজয় সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৭ ০৩:০৫
Share:

সরকারি বিদ্যুৎকর্মীদের বদলিতে বৈষম্যের অভিযোগ দীর্ঘদিনের। সুষ্ঠু বদলি-নীতি তৈরির জন্য এত দিনে একটি কমিটি গঠন করল রাজ্য সরকার। সাত সদস্যের সেই কমিটির চেয়ারম্যান হয়েছেন রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্তা সুজয় সরকার। কমিটি এ মাসেই সুপারিশ জমা দেবে বলে বিদ্যুৎ দফতর সূত্রের খবর।

Advertisement

বণ্টন সংস্থার এক কর্তা জানান, বদলি-নীতি প্রণয়নের জন্য বিদ্যুৎ অফিসগুলির ভৌগোলিক অবস্থান, কর্মী-সংখ্যা, কাজের বহর ইত্যাদি বিষয় পর্যালোচনা করা হবে। এক কথায় স্বচ্ছতার বিষয়টিই গুরুত্ব পাবে নবগঠিত কমিটির বিবেচনায়।

বাম আমল থেকেই বিদ্যুৎকর্মীদের বদলি নিয়ে নানা ধরনের অভিযোগ উঠছে। যেমন, প্রভাবশালীরা একই পদে থেকে যাচ্ছেন বছরের পর বছর। অথচ অনেকে পরিবার ছেড়ে বছরের পর বছর বহু দূরে পড়ে থাকতে বাধ্য হচ্ছেন। অনেক ক্ষেত্রে অন্যায় ভাবে বদলির অভিযোগও রয়েছে।

Advertisement

বণ্টন সংস্থা সূত্রের খবর, গত কয়েক বছরে রাজ্যে বিদ্যুৎ পরিষেবার পরিধি বেড়েছে। গ্রাহক-সংখ্যা এক কোটি ৬৫ লক্ষ ছাড়িয়েছে। আবার এ মাসেই রাজ্যে ১০০ শতাংশ গ্রামীণ বিদ্যুদয়নের কাজ শেষ হওয়ার কথা। এক বণ্টন-কর্তা জানাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, বিদ্যুৎ পরিষেবার মান আরও উন্নত করতে হবে। তার জন্য মানবসম্পদের যথাযথ ব্যবহার প্রয়োজন। সেই জন্যই নতুন বদলি-নীতির ভাবনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement