জনজাতি উন্নয়নে বিনয়, বনে রাজীব

সরকারি একটি সূত্রের মতে, বিদ্যুৎ দফতরের পরিধি বেশ বড়। সেই দফতরের কাজের সুবিধার্থে অচিরাচরিত শক্তি দফতর অন্য মন্ত্রীর হাতে দেওয়া হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ ০৩:৩৫
Share:

বিনয় বর্মণ। ছবি: সংগৃহীত।

রাজ্য মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ফের কিছু দফতরের রদবদল হচ্ছে।

Advertisement

সরকারি সূত্রের খবর, দফতরবিহীন মন্ত্রীরা দফতর পাচ্ছেন। আর কিছু দফতরের হাত বদল হচ্ছে। ব্রাত্য বসুর হাত থেকে বন দফতর নিয়ে দেওয়া হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। রাজীবের হাতে থাকা জনজাতি উন্নয়ন দফতর দেওয়া হচ্ছে এই মুহূর্তে দফতরহীন প্রতিমন্ত্রী বিনয় বর্মণকে। সুব্রত মুখোপাধ্যায়ের হাত থেকে নিয়ে পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের দায়িত্ব ফের দেওয়া হচ্ছে শান্তিরাম মাহাতোকে। তিনিও এখন দফতরহীন। তবে এই পর্বে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বদল শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত থেকে নিয়ে অচিরাচরিত শক্তি দফতরের ভার সুব্রতবাবুকে দেওয়া।

সরকারি একটি সূত্রের মতে, বিদ্যুৎ দফতরের পরিধি বেশ বড়। সেই দফতরের কাজের সুবিধার্থে অচিরাচরিত শক্তি দফতর অন্য মন্ত্রীর হাতে দেওয়া হল। অন্য দিকে, মন্ত্রী রাজীব তফসিলি বা অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের প্রতিনিধি নন। জনজাতি উন্নয়ন দফতর সেই কারণেই সংশ্লিষ্ট অংশের প্রতিনিধিত্বকারী মন্ত্রী বিনয়কৃষ্ণকে দেওয়া হচ্ছে। রাজভবন থেকে শনিবারই রদবদলের বিষয়ে প্রয়োজনীয় সম্মতি মিলেছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন