অসুস্থ মহিলাকে আনতে কপ্টার পাঠাল রাজ্য সরকার

নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিবাদে কয়েক দিন ধরে রাজ্য জুড়ে বিক্ষোভে কলকাতা থেকে সড়ক ও রেলপথে কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল উত্তরবঙ্গ।

Advertisement

সুনন্দ ঘোষ

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ০৪:২৮
Share:

ফাইল চিত্র।

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের জেরে দিন ছয়েক আগে মালদহ স্টেশনে আটকে পড়েছিল হলদিবাড়ি এক্সপ্রেস। বহু যাত্রী নেমে পড়লেও অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। তাঁকে কলকাতায় আনতে রাজ্য সরকারের হেলিকপ্টার নির্ধারিত সূচির এক দিন আগেই মালদহে উড়ে গেল। তার জন্য দিল্লি ও কলকাতা বিমানবন্দর থেকে আলাদা অনুমতি চেয়ে নিয়েছে রাজ্য সরকার।

Advertisement

নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিবাদে কয়েক দিন ধরে রাজ্য জুড়ে বিক্ষোভে কলকাতা থেকে সড়ক ও রেলপথে কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল উত্তরবঙ্গ। ওই মহিলার স্বামী, কলকাতার বাসিন্দা সোমনাথ দত্ত জানান, তাঁর স্ত্রী অসুস্থ অবস্থায় গত শনিবার মালদহে আটকে পড়ায় তিনি রাজ্য সরকারের কাছে আবেদন করেন। রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি জানতে পেরে সোমনাথবাবুকে সাহায্য করার জন্য দফতরের অফিসারদের নির্দেশ দেন।

সাধারণত একটি হেলিকপ্টার ভাড়া নিলে ঘণ্টায় ন্যূনতম ৬৫ হাজার টাকা লাগে। কমপক্ষে দু’ঘণ্টার জন্য ভাড়া নিতেই হয়। গত মঙ্গলবার বেহালা থেকে সকাল ৯টা ৪০ মিনিটে ছেড়ে মালদহ ঘুরে সোমনাথবাবুরা কলকাতায় ফিরেছেন বেলা ১টা নাগাদ। সংশ্লিষ্ট সূত্রের খবর, সেই হিসেবেও ভাড়া হওয়ার কথা ছিল কমপক্ষে দু’লক্ষ ৬০ হাজার টাকা। সোমনাথবাবু জানান, এই যাতায়াতের জন্য রাজ্য সরকারকে দিতে হয়েছে সাড়ে সতেরো হাজার টাকা।

Advertisement

আরও পড়ুন: অশান্তিতে হতাহত নেই হাইকোর্টে জানাল রাজ্য

নবান্ন সূত্রের খবর, এখন রাজ্যের কাছে দুই ইঞ্জিনের যে-হেলিকপ্টারটি আছে, সেটি উড়লে রাজ্যের খরচ হয় ঘণ্টায় প্রায় দু’লক্ষ টাকা। তবে পর্যটনের স্বার্থে পাঁচ আসনের সেই হেলিকপ্টার ২-৩ হাজার টাকা ভাড়ায় কখনও মালদহ-বালুরঘাট, কখনও দিঘা বা সাগরে যাত্রী নিয়ে যায়।

সোমনাথবাবু জানান, শনিবার কোচবিহারে বাপের বাড়ি যাচ্ছিলেন তাঁর স্ত্রী। হলদিবাড়ি এক্সপ্রেস আটকে পড়ে মালদহ স্টেশনে। ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার খবরে বহু যাত্রীই ভয় পেয়ে নেমে পড়েন। অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী। হরিশ্চন্দ্রপুরে এক আত্মীয় তাঁর স্ত্রীকে নিয়ে যান নিজের বাড়িতে। সেখানেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সোমনাথবাবু বলেন, ‘‘রবিবার যাওয়ার চেষ্টা করে কোনও ট্রেনের টিকিট পাইনি। বেশির ভাগ ট্রেনই তখন বাতিল। রাজ্যের পরিবহণ দফতরের সাইটে গিয়ে দেখি, কপ্টার পরিষেবা রয়েছে বুধবার।’’ সোমবার সকালে নেট মারফত এজেন্টের সঙ্গে যোগাযোগ করেন সোমনাথবাবু। তিনি এজেন্টকে পরিস্থিতির গুরুত্বের কথা জানান। আর সোমবার রাতেই পরিবহণ দফতরের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়।

আরও পড়ুন: হাওড়ায় হাঙ্গামার পিছনে দায়ী বহিরাগতরা, দাবি তদন্তকারীদের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন