খরচ কমাতে ছাঁটাই হচ্ছে পুষ্পস্তবকও

এই বিষয়ে ১৫ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। তার মধ্যে আছে: এখন থেকে মুখ্যসচিবের অনুমতি ছাড়া কোনও হোটেল বা বেসরকারি জায়গায় বৈঠক, সম্মেলন বা সেমিনারের আয়োজন করা যাবে না। সৌন্দর্যায়নের নামে অফিসসজ্জা, গেস্ট হাউসে কোনও খরচ নয়। সভা এবং সেমিনার স্থলের সাজসজ্জা হবে একেবারে সাধারণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৮ ০৫:০০
Share:

অতিরিক্ত খরচ যে কমাতেই হবে, বিভিন্ন দফতরকে আগেই সেই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সোমবার নির্দিষ্ট ভাবে জানানো হল, বাজে খরচ কমাতে কী কী করতে হবে। এই বিষয়ে ১৫ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। তার মধ্যে আছে: এখন থেকে মুখ্যসচিবের অনুমতি ছাড়া কোনও হোটেল বা বেসরকারি জায়গায় বৈঠক, সম্মেলন বা সেমিনারের আয়োজন করা যাবে না। সৌন্দর্যায়নের নামে অফিসসজ্জা, গেস্ট হাউসে কোনও খরচ নয়। সভা এবং সেমিনার স্থলের সাজসজ্জা হবে একেবারে সাধারণ। রাজ্য সরকার এবং ভিন্‌ রাজ্যের অতিথি ছাড়া অন্য কাউকে ফুলের স্তবক, উপহার দেওয়ার রেওয়াজও বন্ধ করতে বলা হয়েছে। জরুরি পরিষেবা ছাড়া নতুন গাড়ি কেনা নিষেধ। সরকারি আধিকারিকদের পুলকারে অভ্যস্ত হতে বলা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, প্রয়োজন ছাড়া এখন থেকে শীতাতপ যন্ত্র ব্যবহার করা যাবে না। কথায় কথায় বিমানযাত্রা, বিদেশভ্রমণেও রয়েছে বিধিনিষেধ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন