স্কুলে পীড়ন রুখবে রাজ্য

স্কুলে পড়ুয়াদের পীড়নের (বুলিং) হাত থেকে রক্ষা করতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। এ বিষয়ে স্কুলগুলিকে যথাযথ ব্যবস্থা নিতে বললেন রাজ্যের স্কুলশিক্ষা সচিব দুষ্মন্ত নারিয়ালা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৭ ০৪:০৯
Share:

স্কুলে পড়ুয়াদের পীড়নের (বুলিং) হাত থেকে রক্ষা করতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। এ বিষয়ে স্কুলগুলিকে যথাযথ ব্যবস্থা নিতে বললেন রাজ্যের স্কুলশিক্ষা সচিব দুষ্মন্ত নারিয়ালা।

Advertisement

শনিবার কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) আয়োজিত এক অনুষ্ঠানে স্কুলশিক্ষা সচিব জানান, স্কুলে পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টিতে রাজ্য সরকার গুরুত্ব দিচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের উদ্দেশে তিনি বলেন, ‘‘পড়ুয়াদের পীড়ন করার ঘটনা স্কুলে ঘটলে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন, তা আমাদের জানাবেন। তার ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ স্থির করব।’’

সম্প্রতি স্কুলশিক্ষা দফতর স্কুল ক্যাম্পাসকে শিশুদের শরীর ও মনের পক্ষে পুরোপুরি নিরাপদ করে তুলতে সরকারি নির্দেশ জারি করেছে। বলা হয়েছে, স্কুলে পানীয় জল থেকে শুরু করে ‘মিড-ডে মিল’-এর সুষ্ঠু পরিকাঠামো গড়ে তুলতে হবে। ছোটদের মানসিক স্বাস্থ্য সুরক্ষিত করার উপরেও জোর দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়। এর জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পৃথক কমিটি গড়ার নির্দেশও দেওয়া হয়েছে। এ দিন স্কুলশিক্ষা সচিব বলেন, ওই
কমিটি পড়ুয়াদের উত্ত্যক্ত করার বিষয়টিও দেখুক। পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ৭০ কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে বলে তিনি জানান।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য জানালেন, স্কুলে উত্ত্যক্ত করার ঘটনা ঘটে। সে ক্ষেত্রে যে সব পড়ুয়া অন্যদের উত্ত্যক্ত করে, তাদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়। গার্ডেনরিচ মুদিয়ালি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা সান্ত্বনা সেন শর্মা বলেন, ‘‘অনেক সময়ে এমন ঘটনা ঘটলে আমরা শিক্ষিকারাই সংশ্লিষ্ট পড়ুয়াকে বোঝাই।’’

এ দিনের অনুষ্ঠানে স্কুলপড়ুয়াদের জ্ঞান বৃদ্ধির পাশপাশি পেশাগত জগতেও তারা যাতে যোগ্য হয়ে ওঠে, সে বিষয়ে বিভিন্ন বক্তা জোর দেন। ফিউচার ফাউন্ডেশন স্কুলের পক্ষে রঞ্জন মিটার বলেন, ‘‘এই ক্ষেত্রে অভিভাবকদের সচেতন হওয়াও জরুরি।’’ বিভিন্ন স্কুলের সঙ্গে আলোচনা করে সিআইআই-এর পক্ষ থেকে বিষয়টি নিয়ে একটি রূপরেখা তৈরি করে তা রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন