স্থায়ী নিয়োগের পথে প্রশিক্ষণ সিভিক পুলিশে

রাজ্য পুলিশ সূত্রের খবর, মমতা ক্ষমতায় আসার পরে, ২০১৩ সালে দলের নেতাদের সুপারিশ অনুযায়ী রাজ্যের সব জেলায় প্রায় এক লক্ষ ১০ হাজার সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়।

Advertisement

সোমনাথ চক্রবর্তী

শেষ আপডেট: ১২ জুন ২০১৮ ০৪:৪১
Share:

প্রতীকী ছবি।

পঞ্চায়েত নির্বাচনে ভাল কাজ করেছে সিভিক ভলান্টিয়ার বাহিনী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজের জন্য ওই কর্মীদের ভাতা বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণাও করেছেন। এ বার সিভিক ভলান্টিয়ারদের পুলিশি প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডিজি। সেই অনুযায়ী ইতিমধ্যে তাঁদের প্রশিক্ষণের দিনক্ষণও চূড়ান্ত করা হয়েছে।

Advertisement

রাজ্য পুলিশ সূত্রের খবর, মমতা ক্ষমতায় আসার পরে, ২০১৩ সালে দলের নেতাদের সুপারিশ অনুযায়ী রাজ্যের সব জেলায় প্রায় এক লক্ষ ১০ হাজার সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়। তাঁরা এখনও পর্যন্ত চুক্তিতে কাজ করছেন। কিন্তু এত দিন তাঁদের কোনও প্রশিক্ষণ দেওয়া হয়নি। সিভিক ভলান্টিয়ারেরা থানা, ফাঁড়ি, ট্রাফিক, রেল পুলিশ, কমিশনারেটে কাজ করেন। প্রায় সাড়ে চার বছর পরে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। সামনেই লোকসভা নির্বাচন। সে-দিকে তাকিয়েই তাঁদের পুলিশি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশের অন্দরের খবর।

আরও পড়ুন: ‘বিরোধীশূন্য’, দেখলেন দিলীপ

Advertisement

রাজ্য পুলিশের এডিজি (এস্টাব্লিশমেন্ট) সম্প্রতি সব জেলার পুলিশ সুপার, রেল পুলিশ সুপার এবং কমিশনারদের একটি বার্তা পাঠান। সেই বার্তায় সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, তিনটি ব্যাচে ভাগ করে তিন সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হবে। থাকছে ইন্ডোর ও আউটডোর দু’রকমের প্রশিক্ষণই। পুলিশি সূত্রে জানা গিয়েছে, এডিজি (প্রশিক্ষণ) পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে দেবেন। কী কী শেখানো হবে, ঠিক করবেন তা-ও। এক জন করে ডিএসপি নোডাল অফিসার হিসেবে প্রশিক্ষণ দেখভাল করবেন। সংশ্লিষ্ট এলাকার জোনাল ডিআইজি, আইজি-রাও প্রশিক্ষণের বিষয়টি তত্ত্বাবধানে থাকবেন।

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ১৫ জুনের মধ্যে প্রতিটি থানায় প্রশিক্ষক ঠিক করতে হবে। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার বা কর্মরত অফিসারেরা প্রশিক্ষক হতে পারেন। প্রতিটি থানায় ইন্ডোর এবং আউটডোর প্রশিক্ষণের জায়গা ঠিক করতে হবে।

প্রথম ব্যাচের প্রশিক্ষণ চলবে ৯ জুলাই থেকে ২৭ জুলাই। দ্বিতীয় দফায় প্রশিক্ষণ হবে ৬ অগস্ট থেকে ২৪ অগস্ট এবং তৃতীয় দফার প্রশিক্ষণ চলবে ৩ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। পুলিশে নিয়োগের জন্য সিভিক ভলান্টিয়ারদের মধ্যে থেকে ১০ শতাংশ প্রার্থী নেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
সেই দিকে লক্ষ রেখেই প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন