নতুন ধাঁচের বই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

সংসদ সূত্রের খবর, নতুন পাঠ্যক্রম আসার পরে যে ভাবে বিজ্ঞান ভিত্তিক পড়াশোনা চালু হয়েছে সেখানে পড়ুয়াদের উন্নতি অবশ্যম্ভাবী। কিন্তু বই খুঁটিয়ে পড়ার জন্য পড়ুয়াদের মধ্যে অনাগ্রহ তৈরি হয়েছে। সাজেশন ভিত্তিক পড়াশোনা ও বাছাই করা কিছু প্রশ্নোত্তর বই বিজ্ঞানসম্মত না হওয়ায় পড়ুয়াদের ভিত মজবুত হচ্ছে না বলে অভিযোগ। সে কথা মাথায় রেখেই এই বই প্রস্তুত করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৮ ০২:৫১
Share:

বাংলা মিডিয়ামের পড়ুয়াদের ইংরেজিতে সড়গড় করতে নতুন বই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।

ইংরেজিতে পিছিয়ে পড়ছে বাংলা মাধ্যমের স্কুলের পড়ুয়া! সর্বভারতীয় প্রতিযোগিতায় বেশ ধাক্কা খাচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়াদের একাংশ। খুঁটিয়ে বই পড়ার অভাবেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মানছেন শিক্ষকেরাও। এই সত্য মেনে নিয়ে এ বারে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য প্রশ্নপত্রের ধাঁচে বিশেষ বই প্রকাশ করল সংসদ। পঠন পাঠনের উন্নতির পাশাপাশি এই বই থেকে পড়ুয়ারা নিজেদের সার্বিক উন্নতি করতে পারবে বলে জানাচ্ছে সংসদের কর্তারা।

Advertisement

সংসদ সূত্রের খবর, নতুন পাঠ্যক্রম আসার পরে যে ভাবে বিজ্ঞান ভিত্তিক পড়াশোনা চালু হয়েছে সেখানে পড়ুয়াদের উন্নতি অবশ্যম্ভাবী। কিন্তু বই খুঁটিয়ে পড়ার জন্য পড়ুয়াদের মধ্যে অনাগ্রহ তৈরি হয়েছে। সাজেশন ভিত্তিক পড়াশোনা ও বাছাই করা কিছু প্রশ্নোত্তর বই বিজ্ঞানসম্মত না হওয়ায় পড়ুয়াদের ভিত মজবুত হচ্ছে না বলে অভিযোগ। সে কথা মাথায় রেখেই এই বই প্রস্তুত করা হয়েছে।

সংসদের সভানেত্রী মহুয়া দাস জানান, বইগুলি মূলত প্রশ্নপত্রের আদলে তৈরি করা হয়েছে। ইংরেজির জন্য রয়েছে সম্পূর্ণ আলাদা বই। কলা বিভাগের অন্য বিষয়গুলিকে নিয়ে অন্য একটি বই। বিজ্ঞানের বিষয়কে নিয়ে বই প্রকাশ হয়েছে। তিনি জানান, পাঠ্যবই শেষ করার পরে ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারবে পড়ুয়ারা। এই ভাবে তারা নিজেদের তৈরি করতে পারবে। বই গুলি এমন ভাবেই প্রস্তুত করা হয়েছে যে পড়ুয়ারা বই খুঁটিয়ে না পড়ে তার কোনও উত্তরই দিতে পারবে না। তার ফলে পড়ুয়াদের তাগিদও বাড়বে। বই খুঁটিয়ে পড়লেই বর্তমানে যে সমস্ত রয়েছে সেগুলি মিটবে বলে আশা সংসদের।

Advertisement

সংসদের অন্য এক কর্তা জানান, এই প্রথম সংসদের তরফ থেকে এরকম কোনও বই প্রকাশ করা হল। সকল পড়ুয়ার সার্বিক উন্নতির জন্য সমস্ত রকমের চেষ্টা করা হচ্ছে। এক শিক্ষক অবশ্য বলেন, ‘‘বই খুঁটিয়ে পড়ার জন্য পড়ুয়াদের বারবার বলা হলেও অনেকে তা শোনে না। অন্তত প্রশ্নের উত্তর দিতেও যদি বই পড়ে তাহলে তো ভালই হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন