নিজে মার্শাল আর্ট জানেন। কদর বোঝেন জুডো, ক্যারাটে, তায়কোয়ন্দোর গুণীদের। সাঁইথিয়ার প্রিয়াঙ্কা সিংহ রায়ের খবর ঠিক পৌঁছল বলিউডের সেই তারকার কাছে। শুক্রবার দুপুরে ‘টুইটার’-এ প্রিয়াঙ্কার কথা লিখলেন অক্ষয় কুমার।
নেট-দুনিয়ায় অক্ষয় জানালেন, ওই কিশোরীর সাহসে তিনি কতটা আনন্দিত। অক্ষয়ের ‘টুইট’— ‘খবরটা পড়ে খুব খুশি হয়েছি...অনেকের কাছে তুমি রোল মডেল...তুমি আরও এগিয়ে যাও’। পাশে মুঠি পাকানো হাতের ‘ইমোজি’। রাত পর্যন্ত ‘টুইট’টি পছন্দ করেছেন ১১ হাজার জন। ‘রিটুইট’ করেছেন ১৯০০ জন। মন্তব্য করছেন ৩৬২ জন।
বিশ্বাসই হচ্ছে না প্রিয়াঙ্কার। এ দিন বিকেলে আনন্দবাজারের ফোনে এ কথা জেনে সে বলে, ‘‘ভাবতেই পারছি না! অক্ষয় কুমারের মতো এত এক জন মার্শাল আর্টিস্ট আমাকে এমন বলেছেন। আমি সত্যি খুব ভাগ্যবান।’’ অরিজিৎ সিংহের গানের ভক্ত প্রিয়াঙ্কা সিনেমায় মার্শাল আর্ট না থাকলে তাকিয়েও দেখে না। অক্ষয়ের ‘চাঁদনি চক টু চায়না’র মারপিটে মুগ্ধ সে। এ বারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর কথায়, ‘‘ওঁকে সামনে পেলে অন্তত একটা টার্নিং কিক শেখাতে বলব। ও রকম এক জন গুরুর কাছে কিছু শেখাই অনেক বড় প্রাপ্তি।’’
সোমবার বিকেলে সাঁইথিয়ার নির্জন রাস্তায় তিন তরুণ ঘিরে ধরে প্রিয়াঙ্কাকে উত্ত্যক্ত করেছিল বলে অভিযোগ। ওই তরুণীর তায়কোয়ন্দোর প্যাঁচে ঘায়েল হয়ে রাস্তায় পড়ে কাতরাতে থাকে তারা। পরে পুলিশ গ্রেফতার করে ওই তিন জনকে। অক্ষয়ের কোনও প্রভাব কি ছিল ওই মারধরে? হেসে প্রিয়াঙ্কার জবাব, ‘‘একটু বেশি সময় পেলে তেমন ভাবেই মারতাম। কিন্তু তখন ওদের বেশি জখম করতে চাইনি।’’
কাগজ, চ্যানেলে খবর-ছবি দেখে মঙ্গলবার থেকেই পাড়া, স্কুল, পরীক্ষাকেন্দ্রে রীতিমতো চর্চায় ছিল প্রিয়াঙ্কা। সে সবে তেমন নজর না দিয়ে পরীক্ষাতেই মন ছিল তার। অক্ষয়ের ওই ‘টুইট’ তার কাছে বাড়তি পাওয়া।