State News

ধর্ষণে অভিযুক্ত রাজ্যের তরুণ আইপিএস

অভিযুক্ত পুলিশ কর্তার সঙ্গে একই বছরে ইউপিএসসি পরীক্ষায় পাশ করেন। তরুণী আইএএস ক্যাডারে প্রশিক্ষণ নিতে শুরু করেন। সেই সময়েই অভিযুক্ত পুলিশ কর্তার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০১৮ ২১:৪৩
Share:

প্রতীকী ছবি।

ক’দিন আগেই ভারতে থাকা ইউক্রেনের এক সুন্দরীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসায় বিতর্কে জড়িয়েছিলেন রাজ্য পুলিশের এক শীর্ষ কর্তা। এ বার বিতর্কে রাজ্য পুলিশের আরও এক আইপিএস। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক তরুণী। একটি এফআইআর হয়েছে দিল্লির বারাখাম্বা থানায়।

Advertisement

২০১৪ সালে চাকরিতে যোগ দেওয়া এওই পুলিশ কর্তা এখন দক্ষিণ বঙ্গের একটি জেলায় অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন।

দিল্লি পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী তরুণী দিল্লির বাসিন্দা। অভিযুক্ত পুলিশ কর্তার সঙ্গে একই বছরে ইউপিএসসি পরীক্ষায় পাশ করেন। তরুণী আইএএস ক্যাডারে প্রশিক্ষণ নিতে শুরু করেন। সেই সময়েই অভিযুক্ত পুলিশ কর্তার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়।

Advertisement

অভিযোগ, সেই সময়ে ওই পুলিশ কর্তা বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলার সঙ্গে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হন। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ কর্তাটি মহিলাকে বিয়ে করতে অস্বীকার করেন।

ওই অভিযোগের ভিত্তিতেই ধর্ষণের মামলা শুরু করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর ওই পুলিশ কর্তার সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement