সাদা উর্দি এ বার কমিশনারেটেও

বৃহস্পতিবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে এই বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলের কাছে। নবান্ন সূত্রের দাবি, অনুমতি পাওয়াটা শুধু সময়ের অপেক্ষা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০৯
Share:

প্রতীকী ছবি। গ্রাফিক: তিয়াসা দাস।

শুধু কলকাতা পুলিশ নয়। সাদা উর্দি পাচ্ছেন এ বার রাজ্য পুলিশের বিভিন্ন কমিশনারেটের কিছু কর্মী-অফিসারও। বৃহস্পতিবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে এই বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলের কাছে। নবান্ন সূত্রের দাবি, অনুমতি পাওয়াটা শুধু সময়ের অপেক্ষা।

Advertisement

স্বরাষ্ট্র দফতরের প্রস্তাবে বলা হয়েছে, কনস্টেবল থেকে ইনস্পেক্টর (সশস্ত্র পুলিশ বাদে) পদের কর্মীদেরই উর্দির রং বদলাবে। এই স্তরের উপরের পদগুলিতে খাকি উর্দি বদলাচ্ছে না। কলকাতা পুলিশে শুধু কনস্টেবল থেকে ইনস্পেক্টর (সশস্ত্র পুলিশ বাদে) পদমর্যাদার কর্মী-অফিসারেরাই সাদা উর্দি পরেন।

২০১১ সালে রাজ্যে পালাবদলের পরে নতুন কমিশনারেট গড়া হয়েছিল। ২০১২ সালে সরকারি ভাবে বিজ্ঞপ্তি জারি হয়নি। কিন্তু রাজ্য পুলিশের সদর দফতর থেকে চিঠি পাঠিয়ে কনস্টেবল থেকে ইনস্পেক্টর পর্যন্ত সব পদে সাদা-নীল উর্দি (সাদা শার্ট ও নীল প্যান্ট)-র নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ পেয়ে শিলিগু়ড়ি কমিশনারেট নয়া পোশাক বিধি চালু করে। কিন্তু অন্যান্য কমিশনারেট তা মানেনি। নির্দেশিকা জারি না-হওয়ায় সেই সময় জোরাজুরি করা হয়নি। এ বার সরকারি নির্দেশিকা জারি হলে কী হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Advertisement

আরও পড়ুন: পুজোয় চ্যালেঞ্জ বেহালার যানশাসন

ব্রিটিশ আমলে কলকাতা পুলিশ তৈরি হওয়ার পর থেকেই তাদের কর্মীদের উর্দির রং সাদা। পুলিশি সূত্র বলছে, লন্ডন পুলিশের অনুকরণেই ব্রিটিশ ভারতের রাজধানীর পুলিশের উর্দির রং হয় সাদা। কিন্তু পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যের পুলিশের উর্দির রং হয় খাকি। সেই থেকে খাকি উর্দিই কার্যত পুলিশের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতার পরে ১৯৬৩ সালে বেঙ্গালুরু সিটি পুলিশ তৈরির সময় তাদের পোশাকে কিছুটা বদল আসে। ওই দক্ষিণী শহরে সাদা জামা এবং খাকি প্যান্ট পরা পুলিশকর্মী দেখা যায়। গোয়াতেও পুলিশকর্মীদের উর্দি খাকি নয়, নীল-সাদা!

স্বরাষ্ট্র দফতরের খবর, এই উর্দি বদলের পরিকল্পনা চলছিল বেশ কিছু ধরে। বিভিন্ন পর্যায়ে আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের একটি সূত্রের দাবি, কলকাতার ধাঁচেই হাওড়া, বিধাননগর, ব্যারাকপুর, আসানসোল, শিলিগুড়ি কমিশনারেট তৈরি করা হয়েছে। তাই উর্দিতেও যাতে কোনও রকম ফারাক না-থাকে, সেই বিষয়টি মাথায় রাখা হয়েছে।

যদিও পুলিশের অন্দরে ভিন্ন মতও রয়েছে। পুলিশের একাংশের মতে, গ্রামে বা মফস্‌সলে খাকি উর্দি পুলিশের পরিচিতি হয়ে গিয়েছে। আচমকা উর্দি বদল হলে সম্ভ্রম না-ও মিলতে পারে। এক পুলিশ অফিসার বলেন, ‘‘গ্রামগঞ্জে খাকি উর্দি পরে গেলে বাধার মুখে পড়ার আশঙ্কা থাকে না। লোকে এখনও একটু-আধটু ভয় পায়।’’ যদিও পাল্টা যুক্তি রয়েছে পুলিশকর্তাদের অনেকের। তাঁরা বলছেন, কমিশনারেটগুলি সবই শহুরে এলাকা। সিনেমা-সিরিয়ালের সূত্রে কলকাতা পুলিশের সাদা উর্দি পরিচিত। ফলে উর্দি বদল হলে সমস্যায় পড়তে হবে, এই যুক্তি বোধ হয় ধোপে টেকে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন