আর্সেনিক হলফনামা নিয়ে ক্ষোভ

রাজ্যের জেলায় জেলায় আর্সেনিক দূষণের মোকাবিলায় রাজ্য সরকার এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ভূমিকায় আবার অসন্তোষ প্রকাশ করল জাতীয় পরিবেশ আদালত।

Advertisement
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৬ ০৩:৪৫
Share:

রাজ্যের জেলায় জেলায় আর্সেনিক দূষণের মোকাবিলায় রাজ্য সরকার এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ভূমিকায় আবার অসন্তোষ প্রকাশ করল জাতীয় পরিবেশ আদালত। শুক্রবার রাজ্যের মুখ্যসচিব এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের চিফ ইঞ্জিনিয়ারের দায়ের করা হলফনামা অসম্পূর্ণ বলে জানায় ওই আদালতের বিচারপতি এস পি ওয়াংদি এবং বিশেষজ্ঞ-সদস্য পি সি মিশ্রের ডিভিশন বেঞ্চ। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কয়েকটি নলকূপের জল পরীক্ষা করে আদালতে রিপোর্ট দিলেও কোনও মতামত জানায়নি। পর্ষদকে ফের সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার আবেদনকারী পরিবেশকর্মী সুভাষ দত্ত জানান, আর্সেনিক-দূষিত নলকূপগুলি বন্ধ করার নির্দেশ দেওয়া হলেও সরকার সব নলকূপ বন্ধ করেনি। সব জায়গায় পরিস্রুত জল সরবরাহের ব্যবস্থা হয়েছে কি না, তা-ও সুস্পষ্ট ভাবে জানানো হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন