প্রাথমিক শিক্ষক মিছিল

রবিবার মহম্মদ আলি পার্ক থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করল বিজেপি প্রভাবিত ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ২৩:৫৫
Share:

প্রতীকী ছবি।

প্রাথমিক শিক্ষকেরা এ রাজ্যে বঞ্চিত, এই অভিযোগে রবিবার মহম্মদ আলি পার্ক থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করল বিজেপি প্রভাবিত ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশন।

Advertisement

মিছিলে হাঁটেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সংগঠনের দাবি, সারা দেশে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো ৯,৩০০ থেকে ৪২,০০০ টাকা। অথচ পশ্চিমবঙ্গে তাঁদের বেতন ৫,৪০০ থেকে ২৫,২০০ টাকা। তাঁদের আরও অভিযোগ, এ রাজ্যে শূন্যপদে ‘স্বচ্ছ’ নিয়োগ হয় না।

ছাত্র-শিক্ষক অনুপাতও অন্য রাজ্যের তুলনায় বেশি। মিছিলের উদ্যোক্তারা জানান, কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই তাঁরা বিষয়গুলি নিয়ে মামলা করেছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন