SSC Exam

SSC Examination: এসএসসি পরীক্ষার দিন বাস, মিনিবাস চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ পরিবহণ দফতরের

পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছে দিতে বাসের সংখ্যা যেন পর্যাপ্ত থাকে সে বিষয়ে নজর দিতে বলা হয়েছে নির্দেশিকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০২২ ২১:০৩
Share:

পরিবহণ দফতরের নির্দেশিকা।

এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীরা যাতে কোনও রকম হয়রানির শিকার না হন সে জন্য সক্রিয় হল রাজ্য পরিবহণ দফতর। রাজ্যের সব বেসরকারি বাস ও মিনিবাস কর্মী এবং মালিকদের সংগঠনকে বুধবার চিঠি দিয়ে এ বিষয়ে অবহিত করেছেন কলকাতা আঞ্চলিক পরিবহণ কর্তৃপক্ষের সচিব।

Advertisement

বেঙ্গল বাস সিন্ডিকেট, অল বেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস সমন্বয় সমিতি, সিটি সাবার্বন বাস সার্ভিসেস, ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বাস-মিনিবাস অপারেটরস কো-অর্ডিনেশন কমিটির উদ্দেশে ওই নির্দেশিকায় বলা হয়েছে, ২৫ মে থেকে ১০ জুন পর্যন্ত চলা এসএসসি পরীক্ষার দিনগুলিতে গণ পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক রাখতেই হবে।

পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে এবং পরীক্ষার শেষে ফেরত আনার জন্য পরীক্ষা শুরুর আগে ও পরে বিভিন্ন রুটে বাসের সংখ্যা যেন পর্যাপ্ত থাকে সে বিষয়ে নজর দিতে বলা হয়েছে বাস মালিক ও কর্মচারী সংগঠনগুলিকে।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন