ধর্মঘটে ভাঙচুর হলে ক্ষতিপূরণ দেবে রাজ্য

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা আসন্ন সাধারণ ধর্মঘট নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার কোনও ভাবেই ওই ধর্মঘট সমর্থন করবে না বলে প্রত্যাশিত ভাবেই ঘোষণা করলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৬ ০৩:৪০
Share:

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা আসন্ন সাধারণ ধর্মঘট নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার কোনও ভাবেই ওই ধর্মঘট সমর্থন করবে না বলে প্রত্যাশিত ভাবেই ঘোষণা করলেন তিনি।

Advertisement

তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপনের মঞ্চ থেকে শুক্রবার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘‘বাংলায় কোনও বন্‌ধ হতে দেব না! শ্রমিকদের কোনও রকম অভাব-অভিযোগ থাকলে আমরা তাদের সঙ্গে আছি। তা নিয়ে বিধানসভায়, লোকসভায় তুলে ধরব। কিন্তু বন্‌ধ করতে দেব না।’’ এর পরেও বিরোধীরা ধর্মঘটের পথে গেলে তা কড়া হাতে মোকাবিলারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘দোকান খোলা রাখবেন। কোনও দোকানে হাত পড়লে ক্ষতিপূরণ রাজ্য সরকার দেবে। আর যারা হাত দেবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

বামপন্থী এবং কংগ্রেস প্রভাবিত শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটের মাধ্যমে আদতে বিরোধীরা এ রাজ্যে খবরদারি করতে চাইছে বলেও কটাক্ষ করেছেন মমতা। ধর্মঘট না করে শ্রমিকদের দাবিদাওয়া আদায়ে বিরোধীদের দিল্লি যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বামেরা অবশ্য তৃণমূল নেত্রীর এমন অবস্থানে রাজনৈতিক ফায়দাই দেখছে। বাম নেতাদের যুক্তি, আগামী ২ সেপ্টেম্বরের ধর্মঘট কেন্দ্র সরকারের বিরুদ্ধে। তৃণমূলের রাজ্য সরকার সেই ধর্মঘট রুখতে নামলে প্রমাণ হবে, বিজেপির সঙ্গে তারা একই রাজনৈতিক বিন্দুতে আছে! কেন্দ্রের বিরুদ্ধে মমতার তোপও লোক দেখানো বলে প্রচার চালানো যাবে। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এ দিন বলেন, ‘‘আগেও উনি হুমকি দিয়েছিলেন। প্ররোচনা উপেক্ষা করে শান্তিপূর্ণ ভাবে ধর্মঘট করার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানাচ্ছি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন