State News

বাস-ট্যাক্সি ভাড়া বৃদ্ধির পর কী বললেন যাত্রীরা

গত পাঁচ বছর ধরে জ্বালানী তেল-সহ অন্যান্য খরচ বাড়লেও রাজ্য সরকার ভাড়া বাড়াতে আগ্রহী হয়নি। সম্প্রতি কয়েক দিনে ডিজেল, পেট্রলের লাগাতার  মূল্যবৃদ্ধির জেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাস মালিক এবং কর্মচারীদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুন ২০১৮ ২০:২৫
Share:

—ফাইল চিত্র।

দীর্ঘ আন্দোলনের পর অবশেষে বাড়ছে বাস, ট্যাক্সির ভাড়া। কিন্তু যাত্রীদের প্রশ্ন, ভাড়া বাড়লে ক্ষতি নেই, যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকেও কি নজর দেবেন বাস মালিকরা? তাঁদের বক্তব্য, প্রতি বারই ভাড়া বাড়ার পর যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভুলে যান মালিকেরা।

Advertisement

গত পাঁচ বছর ধরে জ্বালানী তেল-সহ অন্যান্য খরচ বাড়লেও রাজ্য সরকার ভাড়া বাড়াতে আগ্রহী হয়নি। সম্প্রতি কয়েক দিনে ডিজেল, পেট্রলের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাস মালিক এবং কর্মচারীদের। এক প্রকার বাধ্য হয়েই, ধর্মঘটের হুঁশিয়ারি দিয়ে, রাজ্য সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছিল সংগঠনগুলি। তাদের দাবি ছিল, ভাড়া বাড়াতে হবে। না হলে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট হবে।

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “প্রতি স্তরে ১ টাকা করে বাসের ভাড়া বাড়ানো হবে। বাড়বে ট্যাক্সি এবং লঞ্চের ভাড়াও।”

Advertisement

আরও পড়ুন
বাসভাড়া বাড়ছে প্রতি স্তরে ১ টাকা, বাড়ছে ট্যাক্সিভাড়াও

যদিও বাস মালিকদের দাবি ছিল, নূন্যতম ৯ টাকা ভাড়া করতে হবে। ট্যাক্সি সংগঠনগুলিও জানিয়েছেন, তাদের কতটাকা বাড়ানো হবে এখনও জানানো হয়নি।

কী বললেন যাত্রীরা দেখুন ভিডিও...

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement