Inter religious marriage

ভিন্ ধর্মে বিয়ে, যুবতীকে এলাকা ছাড়ার ‘হুমকি’

যুবতীর মায়ের বক্তব্য, বছর খানেক আগে তাঁরা বাড়িটি কিনেছেন। তবে, বাড়ির ব্যাপারে নয়, মেয়ে ভিন্‌ ধর্মের যুবককে বিয়ে করাতেই দামু হুমকি দিয়েছেন বলে তাঁর অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ ০৭:৩৮
Share:

ভিন্‌ ধর্মের যুবককে বিয়ে করার ‘অপরাধে’ যুবতীকে হুমকি দেওয়ার অভিযোগ। প্রতীকী ছবি।

ভিন্‌ ধর্মের যুবককে বিয়ে করার ‘অপরাধে’ এক যুবতীকে বাপের বাড়িতে থাকা যাবে না বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠল পড়শি তথা হিন্দু জাগরণ মঞ্চের এক নেতার বিরুদ্ধে। হুগলির চুঁচুড়ার ঘটনা। অনিরুদ্ধ কুণ্ডু ওরফে দামু নামে ওই নেতার নামে সোমবার চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ করেছে যুবতীর পরিবার।

Advertisement

চন্দননগর পুলিশ কমিশনারেট জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ অস্বীকার করে দামুর দাবি, ‘‘ওই পরিবার অন্যের বাড়ি দখল করে রয়েছে। বহিরাগতরা ভিড় জমান। পড়শিদের অসুবিধা হয়। আমি এ নিয়েও ওদের কিছু বলিনি।’’

যুবতীর মায়ের বক্তব্য, বছর খানেক আগে তাঁরা বাড়িটি কিনেছেন। তবে, বাড়ির ব্যাপারে নয়, মেয়ে ভিন্‌ ধর্মের যুবককে বিয়ে করাতেই দামু হুমকি দিয়েছেন বলে তাঁর অভিযোগ। তিনি জানান, মেয়ে-জামাই শেওড়াফুলিতে ফ্ল্যাটে থাকেন। জামাই ব্যবসা করেন। মেয়ে অন্তঃসত্ত্বা, তাই তাঁর পরিচর্যার জন্য দিন পনেরো আগে মেয়েকে তাঁরা বাড়িতে নিয়ে এসেছেন। তাঁর দাবি, সোমবার সকালে দামু জামাইকে ফোন নির্দেশ দেন, তিনি যেন স্ত্রী-কে নিয়ে যান। বাপের বাড়িতে তাঁর স্ত্রী থাকতে পারবেন না।

Advertisement

মহিলা বলেন, ‘‘কেন দামু এ কথা বলেছে, তা জানতে ওঁর কাছে যাই। দামু শাসিয়ে বলে, মেয়েকে জামাইয়ের কাছে রেখে না এলে আমাদের বাড়িতে ভাঙচুর করা হবে। প্রাণনাশের হুমকিও দেয়। আমার জামাই ভিন্‌ ধর্মের, তাতে দামুর সমস্যা কোথায়?’’

গত বছরের জুন মাসে ওই যুবক-যুবতীর বিয়ে হয়। যুবকটি আদতে মুর্শিদাবাদের সালারের বাসিন্দা। মাস কয়েক আগে দম্পতি শেওড়াফুলিতে ফ্ল্যাটে থাকতে শুরু করেন। যুবতী বাপের বাড়িতে আসতেই হিন্দু জাগরণ মঞ্চের হুগলি জেলার সভাপতি দামু ‘অখুশি’ হন বলে অভিযোগ। এলাকার বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘‘অত্যন্ত নিন্দনীয় ঘটনা। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন