Yogi Adityanath

কলকাতায় মন্ত্রী পাঠিয়ে সৌরভকে কুম্ভমেলার নিমন্ত্রণ আদিত্যনাথের

সৌরভ গঙ্গোপাধ্যায়কেও প্রয়াগে নিমন্ত্রণ করা হয়েছে বলে জানা গিয়েছে। যোগী আদিত্যনাথের তরফে তাঁর কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন এস পি সিংহ বাঘেলা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৯ ২১:৫০
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং যোগী আদিত্যনাথ। ফাইল চিত্র।

এই বছরের ফেব্রুয়ারিতেই এলাহাবাদের প্রয়াগে বসছে কুম্ভমেলা। ২০১৩ সালের পর ফের প্রয়াগে হচ্ছে এই মেলা। তাই এই মেলার আড়ম্বরে কোনও ত্রুটি রাখতে চাইছে না যোগী আদিত্যনাথের সরকার। সেই আয়োজনের অংশ হিসেবেই যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী এস পি সিংহ বাঘেল এলেন কলকাতায়। কুম্ভমেলায় নিমন্ত্রণ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে

Advertisement

ক্ষমতায় আসার পর প্রথম কুম্ভমেলা। ইতিমধ্যেই সেই মেলা আয়োজনে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরপ্রদেশ সরকার। নিমন্ত্রণ পাঠাতে সারা দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিধি পাঠাচ্ছে যোগী আদিত্যনাথের সরকার। সেই উদ্দেশেই এখন রাজ্যে যোগী আদিত্যনাথের সরকারের মন্ত্রী এস পি সিংহ বাঘেল। শুক্রবার দিনভর তিনি ঘুরে বেড়ালেন শহরের বিভিন্ন প্রান্তে। সকালে বেলুড় মঠ, তার পর একে একে আমন্ত্রণপত্র নিয়ে ঘুরে বেড়ালেন লোকনাথ মন্দির, চিন্ময় মিশন, ভারত সেবাশ্রম, ইসকন, কালীঘাট সহ বিভিন্ন জায়গায়। সব জায়গাতেই তিনি কুম্ভমেলার নিমন্ত্রণ পৌঁছে দিয়েছেন।

একই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও প্রয়াগে নিমন্ত্রণ করা হয়েছে বলে জানা গিয়েছে। যোগী আদিত্যনাথের তরফে তাঁর কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন এস পি সিংহ বাঘেল। পাশাপাশি রাজভবনে রাজ্যপালের কাছেও তিনি পৌঁছে দিয়েছেন আমন্ত্রণপত্র। যদিও এখনও রাজ্য সরকারকে নিমন্ত্রণ জানাতে পারেননি আদিত্যনাথের দূত। বারবার দেখা করার সময় চাইলেও রাজ্য সরকারের তরফে এখনও কোনও সময় দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

Advertisement

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া -পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন