ইন্টার্ন শিক্ষক বাতিলের দাবিতে ‘রাস্তা রোকো’ ২৯শে

স্কুলে ইন্টার্ন শিক্ষক নিয়োগের ঘোষণার প্রতিবাদে রাজ্য অচল করার ডাক দিল যুব সিপিএম। ওই ঘোষণা প্রত্যাহারের দাবিতে আগামী ২৯ জানুয়ারি রাজ্য জুড়ে বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘রাস্তা রোকো’য় নামবে ডিওয়াইএফআই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ০৩:০৬
Share:

স্কুলে ইন্টার্ন শিক্ষক নিয়োগের ঘোষণার প্রতিবাদে রাজ্য অচল করার ডাক দিল যুব সিপিএম। ওই ঘোষণা প্রত্যাহারের দাবিতে আগামী ২৯ জানুয়ারি রাজ্য জুড়ে বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘রাস্তা রোকো’য় নামবে ডিওয়াইএফআই। সংগঠনের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র শুক্রবার বলেছেন, ‘‘স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, প্রাথমিক শিক্ষক নিয়োগের কমিশন— সব কিছুকে অগ্রাহ্য করে স্কুলে নামমাত্র টাকায় লোক ঢোকানোর ব্যবস্থা হচ্ছে। রাস্তা রোকো একটা প্রতীকী প্রতিবাদ। ঘোষণা প্রত্যাহার না হলে রাজ্য এবং সরকার অচল করে দেওয়ার আন্দোলন হবে!’’ সরকারি নির্দেশিকা জারি হলে আদালতের দ্বারস্থ হওয়ার জন্য আইনি পরামর্শও সেরে রাখছে বামেরা। সেই সঙ্গেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের রাজ্যে শিক্ষক হিসেবে অবিলম্বে নিয়োগ করার দাবিও তুলেছেন সায়নদীপেরা।

Advertisement

বিজেপি-সঙ্ঘের সাম্প্রদায়িকতার রাজনীতির বিরুদ্ধে এ বার ৩০ জানুয়ারি ‘সম্প্রীতি দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে ডিওয়াইএফআই। রাজ্যে তৃণমূল এবং বিজেপি যে ভাবে মেরুকরণের রাজনীতি চালাচ্ছে, তার প্রতিবাদে ৩০ তারিখ তারা মশাল মিছিল করবে। সায়নদীপের কথায়, ‘‘বিজেপি ও তৃণমূলের প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির মশাল নিয়ে আমরা পথে নামব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন