ওয়ারেন্ট ছাড়াই আসিফের বাড়িতে তল্লাশির নালিশ

ধৃত তৃণমূল নেতা আসিফ খানের বাড়িতে তল্লাশি চালাতে এসে বিধাননগর কমিশনারেটের পুলিশ সাদা কাগজে তাঁর স্ত্রীকে দিয়ে সই করিয়ে নিয়ে গিয়েছে এমন অভিযোগ তুলল পরিবার। সার্চ ওয়ারেন্ট ছাড়াই এই তল্লাশি চালানো হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন আসিফের স্ত্রী তবস্সুম। এর কয়েক ঘণ্টা পরে পুলিশও আসিফ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে পাল্টা অভিযোগ করেছে তল্লাশির সময়ে তাদের বাধা দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৪ ০২:২৮
Share:

ধৃত তৃণমূল নেতা আসিফ খানের বাড়িতে তল্লাশি চালাতে এসে বিধাননগর কমিশনারেটের পুলিশ সাদা কাগজে তাঁর স্ত্রীকে দিয়ে সই করিয়ে নিয়ে গিয়েছে এমন অভিযোগ তুলল পরিবার। সার্চ ওয়ারেন্ট ছাড়াই এই তল্লাশি চালানো হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন আসিফের স্ত্রী তবস্সুম। এর কয়েক ঘণ্টা পরে পুলিশও আসিফ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে পাল্টা অভিযোগ করেছে তল্লাশির সময়ে তাদের বাধা দেওয়া হয়েছে।

Advertisement

শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে দু’ঘণ্টা ধরে আসিফের তালবাগান রোয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পুলিশ সূত্রের খবর, আসিফকে সঙ্গে নিয়েই তাঁর বাড়িতে আসে তারা। আসিফের আইনজীবী লোকেশ শর্মা বলেন, “সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তল্লাশি চালিয়েছে। আসিফের স্ত্রীকে সাদা কাগজে সই করিয়ে নিয়েছে। পুলিশ নতুন কোনও মিথ্যে মামলায় আসিফকে ফাঁসাতে চাইছে।” ওয়ারেন্ট ছাড়া পুলিশ তল্লাশি চালানোয় তাদের বিরুদ্ধে বেনিয়াপুকুর থানায় অভিযোগও নথিবদ্ধ করেন আসিফের স্ত্রী তবস্সুম।

সারদা-কাণ্ডে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতা মুকুল রায়ের ভূমিকা নিয়ে আঙুল তোলার পরেই গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূল নেতা আসিফ খান। তাঁর আশঙ্কা সত্যি হয়েছে। প্রতারণার অভিযোগে বিধাননগর কমিশনারেটের হাতে গ্রেফতার আসিফকে নিয়ে শনিবার তাঁর বাড়িতে তল্লাশির পরে এ বার তাঁর পরিবারবর্গও পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলল।

Advertisement

তল্লাশি করে কিছু বাজেয়াপ্ত করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। কিন্তু আসিফের স্ত্রীকে সাদা কাগজে কেন সই করানো হল, পুলিশের কাছে এই প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি। আসিফের আইনজীবীর অভিযোগ, কোনও অভিসন্ধি নিয়েই পুলিশ তাঁর মক্কেলের স্ত্রীকে দিয়ে এই সই করিয়েছে। মমতা-মুকুলের বিরুদ্ধে মুখ খোলার পরেই আসিফ বলেছিলেন, বিধাননগর পুলিশ তাঁকে ৩০০টি মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছে। একদা নিজেকে মমতা ও মুকুলের অনুগত বলে দাবি করতেন আসিফ। বৃহস্পতিবারই আদালতে দাঁড়িয়ে তির্যক সুরে তিনি বলেন রাম-সীতা ঘুরে বেড়াচ্ছে, হনুমান হাজতে। কে রাম, কে সীতা তা অবশ্য বলেননি আসিফ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন