টুকরো খবর

দু’বছর আগে শিশুদের উপরে যৌন হেনস্থা রুখতে কেন্দ্রীয় আইন পাশ হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে সেই আইন রূপায়ণের ক্ষেত্রে বিস্তর ফাঁক থেকে গিয়েছে বলে সোমবার ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে স্বীকার করলেন রাজ্যের মন্ত্রী ও অফিসারেরা। প্রশ্ন উঠছে, এই অবস্থায় শিশু-নিগ্রহ রুখবে কে? সরকারি হিসেব অনুযায়ী রাজ্যে শিশুদের প্রায় ১৭ শতাংশই যৌন নির্যাতনের শিকার। ২০১২-র নভেম্বর থেকে গত এপ্রিল পর্যন্ত ‘প্রোটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট ২০১২’ (পস্কো) আইনে শিশু কল্যাণ কমিটিগুলির কাছে ৪৬৫টি অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ২৭ মে ২০১৪ ০৩:৫৯
Share:

আইন রূপায়ণে ফাঁক, শিশু-নিগ্রহ রুখবে কে

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

দু’বছর আগে শিশুদের উপরে যৌন হেনস্থা রুখতে কেন্দ্রীয় আইন পাশ হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে সেই আইন রূপায়ণের ক্ষেত্রে বিস্তর ফাঁক থেকে গিয়েছে বলে সোমবার ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে স্বীকার করলেন রাজ্যের মন্ত্রী ও অফিসারেরা। প্রশ্ন উঠছে, এই অবস্থায় শিশু-নিগ্রহ রুখবে কে? সরকারি হিসেব অনুযায়ী রাজ্যে শিশুদের প্রায় ১৭ শতাংশই যৌন নির্যাতনের শিকার। ২০১২-র নভেম্বর থেকে গত এপ্রিল পর্যন্ত ‘প্রোটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট ২০১২’ (পস্কো) আইনে শিশু কল্যাণ কমিটিগুলির কাছে ৪৬৫টি অভিযোগ দায়ের হয়েছে। সমাজকল্যাণ দফতরের সচিব রোশনী সেন জানান, যাতে আরও বেশি অভিযোগ দায়ের করা হয়, সেই জন্য জেলার প্রথম অতিরিক্ত দায়রা বিচারকের কোর্টকে শিশু আদালত হিসেবে গণ্য করা হবে। এতে নির্যাতিতদের পক্ষে আইনের দ্বারস্থ হওয়া অনেক সহজ হবে বলে মন্তব্য করেন বিচারপতি জয়মাল্য বাগচী। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানান, পস্কো আইনের ব্যাপারে সচেতন করতে হেল্পলাইন তৈরি করা হচ্ছে। ডিসিপি (সেকেন্ড ব্যাটেলিয়ন) দেবাশিস বড়াল স্বীকার করেন, পস্কো কী, সেই বিষয়ে ২০% পুলিশকর্মীরও স্পষ্ট কোনও ধারণা নেই।

Advertisement

উচ্চ মাধ্যমিকের ফল বেরোবে শুক্রবার

এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আগামী ৩০ মে, শুক্রবার প্রকাশিত হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, সংশ্লিষ্ট স্কুলের প্রতিনিধিরা ওই দিন বেলা সাড়ে ১০টা থেকে সংসদের বিভিন্ন বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট, শংসাপত্র সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইট, এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটগুলি হল: http://wbchse.nic.in, http://wbresults.nic.in, http://results.banglarmukh.gov.in, www.calcuttatelephones.com, www.exametc.com, www.knowyourresult.com, http://www.indiaresults.com, www.manabadi.com, http://Results.WestBengalEducation.net, www.resultsout.com, www.jagranjosh.com, Indiaccess.com। এসএমএস মারফত ফল জানতে WB12 এর পরে রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৪২৪২, ৫২০৭০৫১ (এয়ারটেল গ্রাহকেরা ফোন বা এসএমএস করতে পারেন), ৫৮৮৮৮৫১১ (ভোডাফোন গ্রাহকেরা ফোন বা এসএমএস করতে পারেন), ৫৬৭৬৭৫০, ৫৬২৬৩ নম্বরে।

হেঁটে তল্লাশির জন্য কেন্দ্রকে আর্জি

কাঞ্চনজঙ্ঘায় নিখোঁজ পর্বতারোহী ছন্দা গায়েনকে উদ্ধার করতে এ বার হেঁটে তল্লাশি চালানোর কথা ভাবছে রাজ্য। সেই মতো দেশের বিদেশসচিব সুজাতা সিংহকে চিঠিও দিলেন মুখ্যসচিব সঞ্জয় মিত্র। সোমবার নবান্নে যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, কেন্দ্র যাতে নেপালকে হেঁটে তল্লাশি চালাতে আবেদন জানায়, সেই মর্মে আর্জি জানিয়েছে রাজ্য। তল্লাশির জন্য নেপাল সরকারকে সমস্ত খরচ দিতেও প্রস্তুত রাজ্য। অরূপ বলেন, কপ্টারে তল্লাশি চালানো হয়েছে। আবহাওয়া খারাপ থাকায় বেস ক্যাম্পে পৌঁছনো যায়নি। নেপাল সরকারের আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ২৮ মে পর্যন্ত আবহাওয়া খারাপ থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement