দাবিপত্রে বাধা, অবরোধে ছাত্রেরা

শিক্ষাক্ষেত্রে হিংসাত্মক ঘটনা বন্ধ এবং শিক্ষার মানোন্নয়ন-সহ এক গুচ্ছ দাবিতে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে বাধা পেয়ে শেষ পর্যন্ত অবরোধের পথে গেল আরএসপি-র ছাত্র সংগঠন পিএসইউ। শিক্ষামন্ত্রী অবশ্য সোমবার ওই সময় বিকাশ ভবনে ছিলেন না। ময়ূখ ভবনের সামনেই পিএসইউ-এর দলটিকে আটকে দেওয়া হয়। সেখানেই আধ ঘণ্টার জন্য প্রতীকী অবরোধে বসে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:০০
Share:

শিক্ষাক্ষেত্রে হিংসাত্মক ঘটনা বন্ধ এবং শিক্ষার মানোন্নয়ন-সহ এক গুচ্ছ দাবিতে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে বাধা পেয়ে শেষ পর্যন্ত অবরোধের পথে গেল আরএসপি-র ছাত্র সংগঠন পিএসইউ।

Advertisement

শিক্ষামন্ত্রী অবশ্য সোমবার ওই সময় বিকাশ ভবনে ছিলেন না। ময়ূখ ভবনের সামনেই পিএসইউ-এর দলটিকে আটকে দেওয়া হয়। সেখানেই আধ ঘণ্টার জন্য প্রতীকী অবরোধে বসে তারা।

সংগঠনের রাজ্য সম্পাদক নওফল মহম্মদ সফিউল্লা বলেন, “আমরা আগে থেকে প্রস্তুত ছিলাম না বলে প্রতীকী রাস্তা অবরোধ করেছিলাম। দাবিপত্র রেজিস্টার্ড ডাক মারফত শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়ে দেব। এপ্রিল মাস জুড়ে দাবিগুলির সমর্থনে সই সংগ্রহ করব। তার পরে প্রস্তুত হয়েই আসব!”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement