জেল-হাজতেই আছেন ক্রীড়া ও পরিবহণমন্ত্রী মদন মিত্র। তবে সারদা কেলেঙ্কারিতে তাঁর প্রাক্তন আপ্ত-সহায়ক বাপি করিম আবার পড়েছেন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে। বুধবার সকালে প্রায় আড়াই ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং আবার তাঁকে তলব করা হতে পারে বলে এ দিন ইঙ্গিত মিলেছে।
ক্রীড়ামন্ত্রীকে গ্রেফতারের আগে করিমকে দু’বার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাতে দক্ষিণ ২৪ পরগনায় একটি মন্দির নির্মাণে সারদার আর্থিক অনুদানের কথা জানতে পেরেছিলেন তদন্তকারীরা। সেই সূত্রেই মদনবাবুর নাম উঠে আসে। মন্ত্রীকে গ্রেফতারের পরে সেই বিষয়ে জেরাও করা হয়। বাপির দেওয়া অনেক তথ্যই মদনবাবু অস্বীকার করেন বলে সিবিআইয়ের খবর। তদন্তকারীদের বক্তব্য, মন্ত্রী ও তাঁর আপ্ত-সহায়কের বয়ানের মধ্যে বেশ অসঙ্গতি রয়েছে। ধন্দ রয়েছে। সেই ধোঁয়াশা কাটাতেই এ দিন জেরা করা হয় করিমকে। সিবিআইয়ের পাশাপাশি ইডি ইতিমধ্যে সেই মন্দির-কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করেছে।
করিমকে জেরা করে এ দিন আরও কিছু সূত্র মিলেছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। সিবিআই দফতরের বাইরে করিম অবশ্য কোনও মন্তব্য করতে চাননি।
এ দিন সারদা রিয়েলটি মামলায় ধৃত তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুর জামিনের আবেদন খারিজ করে দেয় আলিপুর জেলা আদালত। ব্যবসায়ী রাজারাম শরাফের দায়ের করা আট কোটি টাকার প্রতারণা মামলায় বারাসত আদালতে জামিন পান প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খান। কিন্তু অন্য মামলা থাকায় জেল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি। আসিফের কৌঁসুলি লোকেশ শর্মার অভিযোগ, আসিফ যাতে কোনও সারদা-তথ্য প্রকাশ করতে না-পারেন, সেই জন্যই তাঁকে জেলে রাখার চক্রান্ত চলছে।