প্রশ্নপত্র পৌঁছতেই দেরি, প্রশ্নের মুখে প্রযুক্তি পরীক্ষা

পরীক্ষা শুরু সকাল ১০টায়। কিন্তু প্রশ্নপত্রেরই দেখা নেই। সাড়ে ১০টা। ১১টা। বেলা সাড়ে ১১টাতেও প্রশ্নপত্র পৌঁছয়নি অনেক জায়গায়। পরীক্ষা শুরুর দিনেই সময়মতো প্রশ্নপত্র না-পৌঁছনোয় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজে। বুধবার ওই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমেস্টারের পরীক্ষা শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ মে ২০১৪ ০২:৫৫
Share:

পরীক্ষা শুরু সকাল ১০টায়। কিন্তু প্রশ্নপত্রেরই দেখা নেই। সাড়ে ১০টা। ১১টা। বেলা সাড়ে ১১টাতেও প্রশ্নপত্র পৌঁছয়নি অনেক জায়গায়। পরীক্ষা শুরুর দিনেই সময়মতো প্রশ্নপত্র না-পৌঁছনোয় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজে। বুধবার ওই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমেস্টারের পরীক্ষা শুরু হয়েছে।

Advertisement

এ দিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও কলকাতা, দুর্গাপুর, বাঁকুড়া-সহ রাজ্যের বিভিন্ন জেলার কলেজে সময়মতো প্রশ্নপত্র পৌঁছয়নি বলে অভিযোগ। বেলা সাড়ে ১১টাতেও অনেক জায়গায় প্রশ্নপত্র না-আসায় উদ্বেগ তুঙ্গে ওঠে। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে ই-মেল মারফত ওই সব পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানোর ব্যবস্থা হয়। তার প্রিন্ট-আউট নিয়ে ফোটোকপি করে পরীক্ষা নেয় কোনও কোনও কলেজ।

প্রশ্ন উঠেছে, নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা বাদে প্রশ্নপত্র বিলি করে পরীক্ষা শুরু করা মানে তো কার্যত ফাঁস হওয়া প্রশ্নেই পরীক্ষা নেওয়া। প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কি তা হলে এই পরীক্ষা বাতিল করে দেবে?

Advertisement

উপাচার্য রঞ্জন ভট্টাচার্য বলেন, “প্রশ্নপত্র নিয়ে কোনও গোলমাল হয়নি। পরীক্ষা শুরু হওয়ার আগেই সর্বত্র প্রশ্ন পাঠানো হয়েছে। সব কিছু ঠিকঠাক হয়েছে। কোনও গণ্ডগোল নেই।” তবে বেসরকারি ইঞ্জিনিয়ারিং, এমবিএ ইত্যাদি কলেজের মালিকদের সংগঠন ‘আপাই’-এর সাধারণ সম্পাদক ধূর্জটি বন্দ্যোপাধ্যায় জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে প্রশ্ন-বিভ্রাটের কথা জানানো হয়। সেই বিভ্রাটের জেরে রাজ্যের অনেক কলেজে পরীক্ষা শুরু হয়েছে দেরিতে।

প্রশ্নপত্র নিয়ে বিভ্রাট কেন?

প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, এত দিন যে-ছাপাখানায় পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হত, এ বছর তার বদলে অন্যত্র এই কাজ হয়েছে। পরীক্ষার প্রশ্ন, খাতা ছেপে বিলি করার কাজ ছাপাখানার। নতুন ছাপাখানা সেই দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারেনি। তাই এই বিভ্রান্তি বলে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত অনেকের অভিমত। যদিও উপাচার্য এই বিষয়টিও মানতে রাজি নন। কারণ, প্রশ্নপত্র নিয়ে কোথাও কোনও সমস্যা হয়নি বলে তাঁর দাবি।

তবে উপাচার্য যা-ই বলুন, প্রশ্নপত্র নিয়ে এ দিনের বিভ্রাটের কথা পৌঁছেছে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের কাছেও। ওই দফতরের তরফে বিশ্ববিদ্যালয়ের কাছে এ ব্যাপারে রিপোর্ট চাওয়া হয়েছে বলে বিকাশ ভবন সূত্রের খবর। নতুন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য জানান, বিভ্রান্তির কথা তিনি শোনেননি।

বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক বলেন, “আমাদের পরীক্ষার প্রশ্নপত্র সাধারণ ভাবে এক ঘণ্টা আগেই সব পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায়। কিন্তু এ বার পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা বাদেও তা কিছু কেন্দ্রে পৌঁছয়নি বলে অভিযোগ। আগে এমন ঘটনা ঘটেনি।” আজ, বৃহস্পতিবারেও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে। ওই প্রতিষ্ঠান সূত্রের খবর, সকাল সাড়ে ৬টা-৭টার মধ্যে আধিকারিকেরা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাবেন। কোথায় কোথায় প্রশ্নপত্র পৌঁছয়নি, সেই ব্যাপারে খোঁজ নিয়ে ই-মেল মারফত সেগুলি পাঠানো হবে। যাতে বুধবারের মতো বিভ্রান্তি না-হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন