প্রয়াত আব্দুল রশিদ খান

প্রয়াত হলেন উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী আব্দুল রশিদ খান। শতায়ু আব্দুল রশিদের জন্ম ১৯০৮-এর ১৯ অগস্ট উত্তরপ্রদেশের রায়বরেলী জেলার সালোন শহরে। বৃহস্পতিবার কলকাতার এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। রায়বরেলীতে শিল্পীর শেষকৃত্য হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৫৮
Share:

প্রয়াত হলেন উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী আব্দুল রশিদ খান। শতায়ু আব্দুল রশিদের জন্ম ১৯০৮-এর ১৯ অগস্ট উত্তরপ্রদেশের রায়বরেলী জেলার সালোন শহরে। বৃহস্পতিবার কলকাতার এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। রায়বরেলীতে শিল্পীর শেষকৃত্য হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

গ্বালিয়র ঘরানার শিল্পী আব্দুল রশিদ ছিলেন বেহরাম খানের পরিবারের। তালিম পেয়েছিলেন জেঠামশাই বড়ে ইউসুফ খান ও বাবা ছোটে ইউসুফ খানের কাছে। পরে তিনি স্বতন্ত্র গায়কির ধরন অনুসরণ করেন। ২০১৩-য় পান পদ্মভূষণ। শাস্ত্রীয় সঙ্গীতের এই শিল্পী ছিলেন দক্ষ সুরকার এবং কবিও। ১৯৯১ থেকে পাকাপাকি ভাবে কলকাতায় থাকতে শুরু করেন তিনি। শেষ দিন পর্যন্ত তিনি গুরু হিসেবে সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমির সঙ্গে যুক্ত ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন