পদক ফেরালেন যাদবপুরের দুই প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশি নিগ্রহের প্রতিবাদে স্বণর্র্পদক ফিরিয়ে দিলেন দুই প্রাক্তনী। ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্রী অহনা পাণ্ডা সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের কাছে তাঁর সোনার পদকটি ফেরত দেন। ২০০৯ সালে স্নাতকস্তরে প্রথম স্থানাধিকারী অহনা ওই স্বর্ণপদক পান। স্নাতকোত্তরের পর যাদবপুর ছেড়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। বর্তমানে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে গবেষণারত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৩:১৫
Share:

বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক নিয়ে অহনা পাণ্ডা। সোমবার। নিজস্ব চিত্র

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশি নিগ্রহের প্রতিবাদে স্বণর্র্পদক ফিরিয়ে দিলেন দুই প্রাক্তনী।

Advertisement

ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্রী অহনা পাণ্ডা সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের কাছে তাঁর সোনার পদকটি ফেরত দেন। ২০০৯ সালে স্নাতকস্তরে প্রথম স্থানাধিকারী অহনা ওই স্বর্ণপদক পান। স্নাতকোত্তরের পর যাদবপুর ছেড়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। বর্তমানে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে গবেষণারত।

তাঁর কথায়, “শ্লীলতাহানির অভিযোগ এবং সেই নিয়ে আন্দোলনকারীদের উপর পুলিশি জুলুমের বিরুদ্ধে এটা আমার ব্যক্তিগত প্রতিবাদ।” যাদবপুর কাণ্ডের প্রতিবাদে রাজ্যপালের কাছে গিয়ে নিজের স্বর্ণপদক ফিরিয়ে দিয়েছেন যাদবপুরের আর এক প্রাক্তনী তপোব্রত ভাদুড়ি। বাংলা বিভাগের এই ছাত্র ২০০৪ সালে স্নাতকোত্তরে প্রথম হয়ে ওই পদক পেয়েছিলেন।

Advertisement

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিভাগীয় প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দর্শন বিভাগের সৌমিত্র বসু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন