বিধায়কদের কাছে কাল প্রশ্ন নিয়ে শিশু-বক্তারা

বয়স অল্প। তবু জীবনযুদ্ধে এর মধ্যেই অনেক রকম অভিজ্ঞতা হয়েছে তাদের। সেই অভিজ্ঞতা থেকেই এ বার বিধায়কদের মুখোমুখি বসে নিজেদের জিজ্ঞাস্য তুলে ধরবে তারা। যাদের পোশাকি নাম ‘চাইল্ড স্পিকার্স’। আসলে তারা শৈশব এবং শৈশবের সমস্যার প্রতিভূ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৫ ০৪:০৪
Share:

বয়স অল্প। তবু জীবনযুদ্ধে এর মধ্যেই অনেক রকম অভিজ্ঞতা হয়েছে তাদের। সেই অভিজ্ঞতা থেকেই এ বার বিধায়কদের মুখোমুখি বসে নিজেদের জিজ্ঞাস্য তুলে ধরবে তারা। যাদের পোশাকি নাম ‘চাইল্ড স্পিকার্স’। আসলে তারা শৈশব এবং শৈশবের সমস্যার প্রতিভূ।

Advertisement

প্রতি বছর ১৪ থেকে ২০ নভেম্বর বিশ্ব জু়ড়ে পালিত হয় আন্তর্জাতিক শিশু অধিকার রক্ষা সপ্তাহ। তারই অঙ্গ হিসাবে বিধানসভায় জনপ্রতিনিধিদের মুখোমুখি শিশু প্রতিনিধিদের বসাতে চেয়েছিল একটি বেসরকারি সংস্থা। বিভিন্ন দেশে এবং ভারতের বিভিন্ন রাজ্যে যারা শিশুদের অধিকার নিয়েই কাজ করে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাদের আর্জিতে সাড়া দিয়েছেন। মূলত স্পিকারেরই উদ্যোগে কাল, মঙ্গলবার বিধানসভার দো’তলার একটি হলে বিভিন্ন দলের বিধায়কদের সঙ্গে আলোচনার আসরে যোগ দেবে শিশু প্রতিনিধিরা। তুলে ধরবে সমাজের নানা ক্ষেত্র থেকে তাদের নানা সমস্যার কথা।

আয়োজক সংগঠনের তরফে মৌমিতা দাস বলছেন, ‘‘রাজ্যের কয়েকটি জেলার প্রশাসনের আধিকারিকদের সঙ্গে এর আগে এই ধরনের মুখোমুখি আসর হয়েছে। সে সবের অভিজ্ঞতার ভিত্তিতেই শিশু প্রতিনিধিরা বিধায়কদের কাছে তাদের বক্তব্য জানাবে। নিজেদের সুরক্ষার অধিকার এবং বিকাশের সম্ভাবনা নিয়ে নিজেরাই কথা বলবে।’’ যেমন, শিক্ষার অধিকার বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও এ রাজ্যের সরকারি স্কুলে কেন ‘ডেভলপমেন্ট ফি’ নেওয়া হয়, প্রশ্ন রয়েছে অনেকের। বস্তির বাসিন্দা বা ইটভাটায় কর্মরত পরিবারের শিশুরা থাকবে প্রতিনিধিদলে। পাচারকারীদের হাত থেকে উদ্ধার পেয়ে সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের বিশেষ অধিবেশনে নিজের কথা বলে এসেছে আনোয়ারা খাতুন। তাকেও কাল বিধায়কদের মুখোমুখি দেখা যাবে। মৌমিতার বক্তব্য, বিধায়কদের সঙ্গে নিয়মিত আদানপ্রদান রাখতে পারলে শিশুশ্রম রোখা বা শিশুদের অধিকার সংক্রান্ত আরও আইন প্রণয়নে তা কাজে লাগতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement