বড়দিনে সুশাসন দিবস চান না মমতা

বড়দিনে কেন্দ্রের ‘জাতীয় সুশাসন দিবস’ কর্মসূচি পালনের বিপক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, প্রাক্-বড়দিন সন্ধ্যায় সেন্ট জেভিয়ার্স কলেজের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “বড়দিনের দিন গুড গভর্ন্যান্স ডে আমি মানি না!”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৪ ০৩:০৮
Share:

বড়দিনে কেন্দ্রের ‘জাতীয় সুশাসন দিবস’ কর্মসূচি পালনের বিপক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বুধবার, প্রাক্-বড়দিন সন্ধ্যায় সেন্ট জেভিয়ার্স কলেজের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “বড়দিনের দিন গুড গভর্ন্যান্স ডে আমি মানি না!” সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনীদের আয়োজনে অনুষ্ঠানটিতে প্রথমে অধ্যক্ষ ফেলিক্স রাজ বলেছিলেন, “আমার কাছে সুশাসন দিবস কোনও একটি দিনের ব্যাপার নয়! শুধু ২৫ ডিসেম্বর কেন সুশাসন দিবস হবে?” পরে তিনি অবশ্য ব্যাখ্যা করেন, কোনও সরকারের বিরুদ্ধে আক্রমণ নয়, সুশাসন দিবস প্রসঙ্গে নিজস্ব মতামত হিসেবেই এ কথা তিনি বার বার বলে আসছেন। ওই দিন ছুটি বাতিল করার কোনও নির্দেশও তাঁদের কাছে আসেনি বলে অধ্যক্ষ জানান।

এই কথার সূত্র ধরেই মমতা কেন্দ্রকে বিঁধেছেন। তিনি বলেন, “বড়দিনের দিন, সুশাসন দিবস পালনের কথা বলা হয়েছিল। আমরা রাজি হইনি। অষ্টমীতে ছুটি বাতিল করতে বললে কেউ শুনবে?” কেন্দ্রের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী। এর আগে গাঁধী জয়ন্তীর দিনে (২ অক্টোবর) ছুটি বাতিল করে ‘স্বচ্ছ ভারত অভিযান’ কর্মসূচি পালনের কথা বলে মোদী সরকার। ২৫ ডিসেম্বর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন। দিনটিকে ‘জাতীয় সুশাসন দিবস’ হিসেবে পালনের ডাক দেয় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। তবে কেন্দ্র পরে জানিয়েছে, এই দিনটিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ছুটি বাতিল করা হচ্ছে না। তবে কেউ স্বেচ্ছায় সুশাসন দিবস উদযাপন করতেই পারেন।

Advertisement

বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য মমতার মন্তব্যের পাল্টা সমালোচনা করে বলেন, “উনি সব-কিছুই নিজের আয়নায় দেখছেন। জাতীয় সুশাসন দিবস পালন করা হচ্ছে দেশের অন্যতম সেরা প্রধানমন্ত্রীর জন্মদিনে। বিষয়টি নিয়ে বিভাজনের অভিযোগ আনাটা দুভার্গ্যজনক।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন