ভোট সাঙ্গ হতেই ফের পুরনো পদে ৮ অফিসার

নির্বাচনী প্রক্রিয়া শেষ হতেই ভোটের আগে বদলি হওয়া অফিসারদের আগের পদে ফিরে যাওয়ার নির্দেশ জারি করল নবান্ন। সোমবার ভোট প্রক্রিয়া শেষের বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। আর এ দিনই রাজ্যের পাঁচ জেলার পুলিশ সুপার, এক জন জেলাশাসক ও দু’জন অতিরিক্ত জেলাশাসকের বদলি সংক্রান্ত নির্দেশ জারি করে রাজ্য প্রশাসন। নবান্ন সূত্রের খবর, এক জন পুলিশ সুপারকে আগের জেলা ফিরিয়ে দেওয়া হয়নি। তবে তাঁকে অন্য জেলার এসপি করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০১৪ ০৩:৪২
Share:

নির্বাচনী প্রক্রিয়া শেষ হতেই ভোটের আগে বদলি হওয়া অফিসারদের আগের পদে ফিরে যাওয়ার নির্দেশ জারি করল নবান্ন। সোমবার ভোট প্রক্রিয়া শেষের বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। আর এ দিনই রাজ্যের পাঁচ জেলার পুলিশ সুপার, এক জন জেলাশাসক ও দু’জন অতিরিক্ত জেলাশাসকের বদলি সংক্রান্ত নির্দেশ জারি করে রাজ্য প্রশাসন। নবান্ন সূত্রের খবর, এক জন পুলিশ সুপারকে আগের জেলা ফিরিয়ে দেওয়া হয়নি। তবে তাঁকে অন্য জেলার এসপি করা হয়েছে।

Advertisement

আগের পদে ফিরে যেতে যে আর নতুন কোনও নির্দেশ লাগবে না, গত ৯ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র। সেই নির্দেশ অনুযায়ী অলোক রাজোরিয়া ফের বীরভূমের এসপি হচ্ছেন। সৈয়দ মহম্মদ হোসেন মির্জাকে বর্ধমানে, হুমায়ুন কবীরকে মুর্শিদাবাদে এবং ভারতী ঘোষকে পশ্চিম মেদিনীপুরে ফিরিয়ে দেওয়া হচ্ছে। শুধু মালদহের প্রাক্তন এসপি রাজেশ যাদবকে আগের জেলায় ফেরাচ্ছে না নবান্ন। তাঁকে উত্তর দিনাজপুরের এসপি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের এসপি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হচ্ছে মালদহে। ভোটের সময় যিনি মালদহের এসপি ছিলেন, সেই রূপেশ কুমারকে বদলি করা হয়েছে ব্যারাকপুরে রাজ্য সশস্ত্র পুলিশের ডিআইজি সেলের ডেপুটি কম্যান্ড্যান্ট পদে। পুলিশের একাংশের অভিযোগ, মালদহে শাসক দলের আশানুরূপ ফল না-হওয়াতেই রূপেশকে বদলি করা হল অপেক্ষাকৃত গুরুত্বহীন পদে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন