মোবাইল অ্যাপ, ব্লগেও প্রচার তৃণমূলের

মাঠে-ময়দানের পাশাপাশি সোস্যাল মিডিয়ায় প্রচার নতুন নয় তৃণমূলে। এ বারের লোকসভা ভোটে সোস্যাল মিডিয়ায় প্রচারের আরও ব্যাপ্তি ঘটাচ্ছে তারা। সে জন্য ব্লগ, মোবাইল অ্যাপ বা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার-সভার সরাসরি সম্প্রচারের মাধ্যমে ওয়েবে বিরোধীদের টেক্কা দেওয়ার যুদ্ধ চালাচ্ছে শাসক দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৪ ০৩:৫৪
Share:

লোকসভা ভোটের প্রচারে সোশ্যাল মিডিয়াকে কী ভাবে ব্যবহার করা যায়, তা-ই দেখাচ্ছেন ডেরেক ও’ব্রায়েন। রবিবার তৃণমূল ভবনে। —নিজস্ব চিত্র।

মাঠে-ময়দানের পাশাপাশি সোস্যাল মিডিয়ায় প্রচার নতুন নয় তৃণমূলে। এ বারের লোকসভা ভোটে সোস্যাল মিডিয়ায় প্রচারের আরও ব্যাপ্তি ঘটাচ্ছে তারা। সে জন্য ব্লগ, মোবাইল অ্যাপ বা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার-সভার সরাসরি সম্প্রচারের মাধ্যমে ওয়েবে বিরোধীদের টেক্কা দেওয়ার যুদ্ধ চালাচ্ছে শাসক দল।

Advertisement

তৃণমূল ভবনে রবিবার দলের জাতীয় মুখপাত্র ও রাজ্যসভার দলীয় সচেতক ডেরেক ও’ব্রায়েন এই প্রচারকৌশল বোঝাতে গিয়ে বলেন, “চিরাচরিত দেওয়াল লিখন, রোড শো, জনসভা, বাড়ি বাড়ি প্রচারের সঙ্গেই সোশ্যাল মিডিয়াকে বেশি করে ব্যবহার করা হচ্ছে। যাতে দলের যে কোনও মুহূর্তের সিদ্ধান্ত বা দিদি কোথায় কী বলছেন, তা চটজলদি মানুষের মোবাইলে পৌঁছে যায়।” মমতার নিজস্ব বা দলীয় ফেসবুক পেজ, টুইটার, ইউটিউবে এত দিন বিভিন্ন কার্যসূচির প্রতিনিয়ত খোঁজ পেতেন মানুষ। এ বার থেকে দলের নিজস্ব ৪০টি ব্লগ বা মোবাইল অ্যাপ-এ মমতার বক্তব্য সরাসরি জানার সুযোগও মিলবে। তবে এই আধুনিক পদ্ধতি ব্যবহার উপযোগী মোবাইলেই কেবল এই সুযোগ মিলবে। টিভি বা সংবাদপত্রের থেকেও দ্রুত এই পদ্ধতিতে দলের বক্তব্য অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে বলে আশা ডেরেকের। আঞ্চলিক দলগুলির মধ্যে তৃণমূল ছাড়া শুধু এডিএমকে মোবাইল অ্যাপের মতো আধুনিক প্রচার কৌশলে সড়গড় বলে ডেরেক জানান। আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে তৃণমূলের বক্তব্য ছড়িয়ে দেওয়ার কাজে সক্রিয় ভূমিকা নিয়েছেন আইআইএম থেকে আসা দুই শিক্ষার্থী তন্ময় মণ্ডল ও সম্প্রতি মোতঘারে।

প্রতি কেন্দ্রে গিয়ে প্রার্থীদের নিয়ে সভার পাশাপাশি তৃণমূল নেত্রী এ বার চাইছেন রাজ্যের সব ভোটারের ঘরেও পৌঁছতে। সে লক্ষ্যে প্রত্যেকটি কেন্দ্রের প্রতি পরিবারপিছু মমতার লেখা প্রচারপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে। হিন্দি, ইংরেজি, উর্দু এবং বাংলায় লেখা প্রচারপত্রে মমতা কেন্দ্রের বঞ্চনার অভিযোগের সঙ্গে সিপিএম-কংগ্রেস-বিজেপি’র মধ্যে আঁতাঁত রয়েছে বলেও অভিযোগ তুলেছেন। তিনি লিখেছেন, ‘আমরা নির্বাচনে লড়ছি একা, তবে মানুষকে সাথে নিয়ে আমরা একা নই একশো’! এই প্রচারপত্রের পাশাপাশি রাজ্যে তাঁর উন্নয়নের কর্মসূচির নজিরও তুলে ধরা হচ্ছে ব্লগে। অন্যান্য রাজ্যের নিরিখে এ রাজ্যের উন্নয়নের তুলনামূলক পরিসংখ্যানও সেখানে থাকছে বলে ডেরেক জানান।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন