হাজিরা কাল, জানালেন মুকুল

সারদা-কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বা তৃণমূলের দায়ের করা মামলার শুনানি যখনই হোক, সিবিআইয়ের কাছে তিনি নির্ধারিত দিনেই হাজিরা দিতে যাবেন বলে জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। দিল্লির বিমান থেকে বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটে কলকাতায় নামেন মুকুল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৫ ০৩:৪০
Share:

কলকাতা বিমানবন্দরে মুকুল রায়। ছবি: সুদীপ ঘোষ।

সারদা-কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বা তৃণমূলের দায়ের করা মামলার শুনানি যখনই হোক, সিবিআইয়ের কাছে তিনি নির্ধারিত দিনেই হাজিরা দিতে যাবেন বলে জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। দিল্লির বিমান থেকে বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটে কলকাতায় নামেন মুকুল।

Advertisement

বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি আগেই জানিয়ে দেন, সাংবাদিকদের কোনও প্রশ্ন নেবেন না। যা বলার, নিজেই বলবেন! তার পরে বলেন, “আমি আমার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কলকাতায় এসেছি। আগামী ৩০ তারিখে (শুক্রবার) নির্ধারিত সময়ে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করব। আমি তাঁদের তদন্তে যোগ দেব। আগামী ৩০ তারিখ তদন্তকারী সংস্থা আমাকে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। আমি নির্ধারিত সময় তদন্তকারী সংস্থার দফতরে যাব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন