Saudi Arabia News

সৌদিতে কাজ খুইয়ে অভুক্ত ১০ হাজার ভারতীয়, খেতে দিচ্ছে দূতাবাস

গত তিন দিনে সৌদি আরবের জেড্ডা শহরে প্রায় ১০ হাজার ভারতীয় কাজ হারিয়েছেন। কর্মসূত্রে বহু ভারতীয়ই সৌদি আরবে পাড়ি জমান। কিন্তু হঠাৎ করে নিজের দেশ থেকে বহু দূরে বসে কাজ খোয়ানোতে প্রচণ্ড অর্থাভাবের মধ্যে পড়েছেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৬ ২২:২৫
Share:

গত তিন দিনে সৌদি আরবের জেড্ডা শহরে প্রায় ১০ হাজার ভারতীয় কাজ হারিয়েছেন। কর্মসূত্রে বহু ভারতীয়ই সৌদি আরবে পাড়ি জমান। কিন্তু হঠাৎ করে নিজের দেশ থেকে বহু দূরে বসে কাজ খোয়ানোতে প্রচণ্ড অর্থাভাবের মধ্যে পড়েছেন তাঁরা। এই খবর এ দেশে পৌঁছনোর পর সৌদি আরবে গিয়ে এ বিষয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ। আপাতত অভুক্ত, কর্মহীন ভারতীয়দের খাবার দেওয়ার ব্যবস্থা করছে সৌদির ভারতীয় দূতাবাস।

Advertisement

এরই সঙ্গে ভারত সরকারের তরফে সুষমা স্বরাজ আরবে কর্মহীন ভারতীয়দের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক কাজ খুইয়ে প্রচণ্ড অর্থ কষ্টের মধ্যে দিনযাপন করছেন। তাঁদের জন্য সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এর সঙ্গে বিদেশমন্ত্রী আরও জানান, সম্পূর্ণ পরিস্থিতির উপরই তিনি কড়া নজর রাখছেন।

আরও পড়ুন: সিরিয়ায় ২৪ জনকে কুপিয়ে খুন করল আইএস জঙ্গিরা

Advertisement

সুষমা স্বরাজ তাঁর টুইট বার্তায় আরও জানান, সৌদি আরবে গত তিনদিনে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক কর্মচ্যূত হয়ে চরম দারিদ্যের সম্মুখীন হয়েছে জানিয়ে এক ব্যক্তি তাঁকে টুইট করে এ বিষয়ে হস্তক্ষেপ করতে বলেন। এর পরেই তিনি আরবের বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা শুরু করে দেন।

সুষমা আরও বলেন, ‘সৌদি আরব এবং কুয়েতে কাজের জন্য যাওয়া বহু ভারতীয় কাজ হারিয়েছেন। সেখানে বিভিন্ন কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মীদের প্রাপ্য মাইনেও দেওয়া হয়নি। সব মিলিয়ে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন তাঁরা।’

২০১৩ সালের মে মাস নাগাদ সৌদি আরব প্রশাসনের তরফে জানানো হয়েছিল যে, সে দেশের কর্মসংস্কৃতি ফেরাতে বিদেশি কর্মী নিয়োগে বড় রকমের রদবদল করা হবে। সৌদি আরবের নাগরিকদের জন্য কাজের ব্যবস্থা না করতে পেরে সে দেশে কর্মরত ভারতীয়দের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছিল রিয়াধ। এ জন্য বিভিন্ন কোম্পানিতে বেআইনি ভাবে নিযুক্ত বিদেশি কর্মীদের দেশ ত্যাগের নোটিসও ধরিয়ে দেওয়া হয়েছিল। ফের সেই রকম পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা কূটনৈতিক মহলের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন