Afghanistan

তালিবান শাসনের দ্বিতীয় বর্ষপূর্তির আগে জঙ্গি হানা আফগানিস্তানে, হত তিন

আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী প্রত্যাহার পর্বের মাঝেই ২০২১ সালের ১৫ অগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করেছিল তালিবান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কাবুল শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৩ ২৩:৩০
Share:

তালিবান যোদ্ধারা ঘিরে রেখেছে বিস্ফোরণস্থল। ছবি: পিটিআই।

তালিবানের ক্ষমতা দখলের দু’বছর পূর্তির দিনে জঙ্গি হামলার শিকার হল দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর। সেখানকার একটি হোটেলে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিন জনের মৃত্যু ঘটেছে সোমবার। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েক জন।

Advertisement

আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী প্রত্যাহার পর্বের মাঝেই ২০২১ সালের ১৫ অগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করেছিল তালিবান। পাকিস্তানে প্রশিক্ষিত তালিব বাহিনীয় দ্বিতীয় বার ক্ষমতা দখলের দ্বিতীয় বর্ষপূর্তির আগে এই হামলার নেপথ্যে আইএস (খোরাসান) জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।

২০২২ সালের ১৫ অগস্ট কাবুলে ক্ষমতা দখলের প্রথম বর্ষপূর্তি উৎসব পালনের জন্য দিনভর বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের করেছিল তালিবান সরকার। কয়েক জন মন্ত্রী সেই সব অনুষ্ঠানে প্রকাশ্যে এলেও দেখা মেলেনি আখু্ন্দজাদা আখুন্দ বা সিরাজুদ্দিন হক্কানির মতো শীর্ষ স্থানীয় তালিবান নেতার। তবে তালিবান বাহিনীর প্রতিষ্ঠাতা, নিহত মোল্লা মহম্মদ ওমরের পুত্র তথা তালিবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব হাজির ছিলেন সেই কর্মসূচিতে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন