Egypt

মিশরের ইতিহাসে নতুন দিগন্ত! লাক্সরে মিলল ৩ হাজার বছরের পুরনো শহর 

প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, এই শহরের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা তৃতীয় আমেনহোতেপ। খ্রিস্টপূর্ব ১৩৯১ থেকে ১৩৫০ পর্যন্ত মিশের শাসন করেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

কায়রো শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ১৬:২৩
Share:

ছবি সৌজন্য টুইটার।

মিশরের লাক্সরে ৩ হাজার বছরের পুরনো এক শহরের সন্ধান পেলেন প্রত্নতত্ত্ববিদরা। শহরটির নাম আতেন। প্রত্নতত্ত্ববিদদের দাবি, এই শহরের সন্ধান মেলায় মিশরের ইতিহাসের এক নতুন দিক উন্মোচিত হবে।

প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, এই শহরের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা তৃতীয় আমেনহোতেপ। খ্রিস্টপূর্ব ১৩৯১ থেকে ১৩৫০ পর্যন্ত মিশের শাসন করেছেন তিনি। মনে করা হচ্ছে, ওই সময়ের প্রশাসন এবং শিল্পের বেশিরভাগটাই ছিল লাক্সর শহরের পশ্চিম প্রান্তে। রাজা তুতানখামেনের সৌধের পর আতেন শহর মিশরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আবিষ্কার। এমনটাই জানিয়েছেন এই অনুসন্ধানের কাজে জড়িত জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেস্টি ব্রায়ান। তাঁর কথায়, “প্রাচীন মিশরের জীবনযাত্রার বিষয়ে অনেক নতুন তথ্য উন্মোচিত করতে পারে আতেন শহরের আবিষ্কার।”

বেস্টি আরও জানিয়েছেন, শুধু আতেন নয়, গত কয়েক মাস ধরে মিশরের বিভিন্ন জায়গা থেকে যে সব প্রাচীন জিনিস আবিষ্কার হয়েছে, সেই যোগসূত্র ধরেই মিশরের প্রাচীন জীবনযাত্রা সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা চলছে। মিশরের প্রত্নতাত্ত্বিক তথা পুরাতত্ত্ববিষয়ক সে দেশের প্রাক্তন প্রতিমন্ত্রী জাহি হাবাস জানিয়েছেন, বিদেশ থেকে বহু পুরাতত্ত্ববিদ এসেছিলেন এই শহরের খোঁজে। কিন্তু তার সন্ধান পাননি। এই শহরের রাস্তার দু’পাশে বাড়ি ছিল। তাদের মধ্যে বেশ কিছু বাড়ির পাঁচিলের উচ্চতা ছিল ১০ ফুট। আতেন শহরের দক্ষিণে মিলেছে একটি বেকারি। বিশাল বড় মাপের একটি উনুন। তবে এখনও আরও অনেক কিছু উদ্ধারের বাকি রয়েছে বলে জানিয়েছেন জাহি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন