9/11 Attack

9/11 memorial: ৯/১১ শহিদ স্মরণের সৌধে ‘তালিবান’ লিখে দিল দুষ্কৃতীরা, চাঞ্চল্য ছড়াল আমেরিকায়

গত শনিবার রাতে দক্ষিণ ক্যারোলাইনার গ্রিনভিল শহরের ওই সৌধের সামনে জড়ো হয়ে শহিদ স্মরণে অংশ নিয়েছিলেন শ’য়ে শ’য়ে মানুষ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ২৩:৫৫
Share:

৯/১১ হামলায় মৃতদের স্মরণে তৈরি সৌধে লেখা নীল স্প্রে ব্যবহার করে লেখা— ‘তালিবান’। — ছবি সংগৃহীত

৯/১১ হামলায় মৃতদের স্মরণে তৈরি সৌধে লেখা নীল স্প্রে ব্যবহার করে লেখা— ‘তালিবান’। গত শনিবার রাতে দক্ষিণ ক্যারোলাইনার গ্রিনভিল শহরের ওই সৌধের সামনে জড়ো হয়ে শহিদ স্মরণে অংশ নিয়েছিলেন শ’য়ে শ’য়ে মানুষ। ঠিক তার পর দিন সকালেই ওই দৃশ্য দেখে হইচই শুরু হয়ে গেল আমেরিকায়।
হামলার ঘটনার বিশ বছর পূর্তি নজরে রেখে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আদলে তৈরি করা হয়েছিল গ্রানাইটের ওই দু’টি স্মৃতি সৌধ। ওই দু’টি সৌধেই লিখে দেওয়া হয়েছে ‘তালিবান’। রবিবার সকালে সেই ছবি নেটমাধ্যমে পোস্ট করেন সৌধ নির্মাণকারী সংস্থা। বিবরণে লেখা হয়েছে, ‘এত সহজে দেশপ্রেমে আঘাত হানা যাবে না। খুব বেশি ক্ষতি হয়নি। সব পরিষ্কার করে দেওয়া হয়েছে।’

Advertisement

ওই সংস্থার সিইও পল নিকোলাস বলেন, ‘‘যা বুঝতে পারছি, শনিবার রাতেই অনুষ্ঠানের পর কেউ এই কাজ করেছে। সকালেই একটি ব্যক্তিগত বার্তায় গোটা বিষয়টি জানতে পারি।’’ তার পরই গ্রিনভিল কাউন্টি শেরিফে অভিযোগ দায়ের করা হয় বলে জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement