শিশুর দেহ

বাড়ির বাথটাব থেকে রহস্যজনক ভাবে উদ্ধার হল নয় বছরের মেয়ের নগ্ন দেহ। শুক্রবার নিউ ইয়র্কের কুইনস এলাকায় ঘটনাটি ঘটেছে। শিশুর নাম আসদীপ কউর। পুলিশ জানিয়েছে, মাত্র মাস তিনেক আগেই বাবা ও সৎমায়ের সঙ্গে আসদীপ আমেরিকা গিয়েছিল।

Advertisement
শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০২:১৬
Share:

বাড়ির বাথটাব থেকে রহস্যজনক ভাবে উদ্ধার হল নয় বছরের মেয়ের নগ্ন দেহ। শুক্রবার নিউ ইয়র্কের কুইনস এলাকায় ঘটনাটি ঘটেছে। শিশুর নাম আসদীপ কউর। পুলিশ জানিয়েছে, মাত্র মাস তিনেক আগেই বাবা ও সৎমায়ের সঙ্গে আসদীপ আমেরিকা গিয়েছিল। প্রতিবেশীদের বয়ান অনুযায়ী, ঘটনার ঠিক আগেই আসদীপের সঙ্গে ছিলেন তার সৎমা অর্জুন সমধি পরদাস। এক সঙ্গে দু’জনকে বাথরুমেও ঢুকতে দেখা গিয়েছে বলে দাবি। ঘটনার পর থেকেই সন্দেহজনক ভাবে ফেরার ছিলেন তিনি। তবে পরে পুলিশ তাঁকে খুঁজে পায়। মৃত শিশুর শরীরে আঁচড়ের বেশ কিছু দাগ ছিল বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement